Tuesday, November 4, 2025

১৪৪ দিন পর সাধারণ যাত্রীদের নিয়ে দৌড় শুরু কলকাতা মেট্রোর

Date:

Share post:

করোনা মোকাবিলায় দীর্ঘ লকডাউন পর্ব পেরিয়ে প্রতীক্ষার অবসান। অবশেষে ১৪৪ দিন পর ফের সাধারণ যাত্রীদের জন্য ঘুরতে শুরু করল কলকাতা মেট্রোর চাকা। এর আগে গত ২২ মার্চ শহরের বুকে শেষবার সাধারণ যাত্রীদের নিয়ে চলেছিল কলকাতা মেট্রো। এবার আনলক ফেজ-ফোর পর্বে দিল্লি মেট্রোর পর দরজা খুলে গেল কলকাতা মেট্রোর।

যদিও গতকাল, রবিবার রাজ্য সরকারের অনুরোধে ও নিট পরীক্ষার্থীদের স্বার্থে আনুষ্ঠানিকভাবে মেট্রো চলাচল শুরু হয়। আর আজ, সোমবার থেকে নিউ নর্মালে শুরু হল স্বাভাবিক নিয়মে ফের মেট্রোর পথ চলা। এখন আপাতত সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কবি সুভাষ ও নোয়াপাড়ায় মধ্যে চলবে এই মেট্রো। প্রতি ১৫ মিনিট অন্তর ট্রেন আসবে। প্রতিদিন আপ-ডাউন মিলিয়ে ৩৩ জোড়া ট্রেন চালানো হবে। রবিবার ও ছুটিরদিন মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।

তবে করোনা আবহে রয়েছে বেশ কিছু নয়া বিধি-নিষেধ। যেমন, পাসের মাধ্যমে আগে থেকে সিট বুক করতে হবে যাত্রীদের। অনলাইনে সেই পাস জোগাড় করতে হবে। ‘পথদিশা মেট্রো অ্যাপ’ কিংবা কলকাতা মেট্রোর নিজস্ব ওয়েবসাইটে গিয়ে এই পাসের জন্য আবেদন করা যাবে। রবিবার রাত আটটা থেকে এই অনলাইন প্রক্রিয়া শুরু হয়। সেখানে সংশ্লিষ্ট যাত্রীকে তাঁর নাম, কোন স্টেশন থেকে উঠবেন এবং কোথায় নামবেন, তা জানাতে হবে। পাশাপাশি ১ ঘণ্টার নির্দিষ্ট স্লট বাছতে হচ্ছে। ওই সময় ট্রেন খালি থাকলে সঙ্গে সঙ্গে ই-পাস অনুমোদন করবে রেল। সময় ভেদে ওই বিশেষ রংয়ের ই-পাস দেখিয়ে স্টেশনে প্রবেশ করা যাবে। কেবল স্মাট কার্ড গ্রাহকরাই মেট্রো চড়তে পারবেন। কারণ, করোনা মোকাবিলায় টোকেন দেওয়া আপাতত বন্ধ রেখেছে মেট্রো কর্তৃপক্ষ।

 

spot_img

Related articles

বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা-আহতদের দ্রুত আরোগ্য কামনা অভিষেকের

ছত্তিশগড়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় (Train Accident) মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়...

বিশ্বকাপ জিতেই গিটার হাতে তৈরি জেমাইমা, কাকে দিলেন গান গাওয়ার প্রস্তাব?

ব্যাট হাতে রান তুলতে যেমন দক্ষ তেমনই গিটারের সুরেও সমান সাবলীল জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues )।  বিশ্বকাপ জিতেছে  গিটার...

প্লেনের টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে ভাবুন! বেঁচে যেতে পারে টিকিটের টাকা

বিমানে চাপার দুর্ভোগ নিয়ে অভিযোগে জেরবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। বিমানযাত্রীদের থেকে অভিযোগ গ্রহণ করতে বাধ্য হয়েছে...

বিচার বিভাগের নতুন প্রকল্পে ব্যয়ের সীমা বাড়াল রাজ্য 

রাজ্যের বিচার ব্যবস্থার উন্নয়নমূলক প্রকল্পগুলিতে ব্যয় করার ক্ষেত্রে আরও স্বাধীনতা পেল আইন ও বিচার দফতর। অর্থ দফতরের একটি...