Saturday, January 10, 2026

১৪৪ দিন পর সাধারণ যাত্রীদের নিয়ে দৌড় শুরু কলকাতা মেট্রোর

Date:

Share post:

করোনা মোকাবিলায় দীর্ঘ লকডাউন পর্ব পেরিয়ে প্রতীক্ষার অবসান। অবশেষে ১৪৪ দিন পর ফের সাধারণ যাত্রীদের জন্য ঘুরতে শুরু করল কলকাতা মেট্রোর চাকা। এর আগে গত ২২ মার্চ শহরের বুকে শেষবার সাধারণ যাত্রীদের নিয়ে চলেছিল কলকাতা মেট্রো। এবার আনলক ফেজ-ফোর পর্বে দিল্লি মেট্রোর পর দরজা খুলে গেল কলকাতা মেট্রোর।

যদিও গতকাল, রবিবার রাজ্য সরকারের অনুরোধে ও নিট পরীক্ষার্থীদের স্বার্থে আনুষ্ঠানিকভাবে মেট্রো চলাচল শুরু হয়। আর আজ, সোমবার থেকে নিউ নর্মালে শুরু হল স্বাভাবিক নিয়মে ফের মেট্রোর পথ চলা। এখন আপাতত সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কবি সুভাষ ও নোয়াপাড়ায় মধ্যে চলবে এই মেট্রো। প্রতি ১৫ মিনিট অন্তর ট্রেন আসবে। প্রতিদিন আপ-ডাউন মিলিয়ে ৩৩ জোড়া ট্রেন চালানো হবে। রবিবার ও ছুটিরদিন মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।

তবে করোনা আবহে রয়েছে বেশ কিছু নয়া বিধি-নিষেধ। যেমন, পাসের মাধ্যমে আগে থেকে সিট বুক করতে হবে যাত্রীদের। অনলাইনে সেই পাস জোগাড় করতে হবে। ‘পথদিশা মেট্রো অ্যাপ’ কিংবা কলকাতা মেট্রোর নিজস্ব ওয়েবসাইটে গিয়ে এই পাসের জন্য আবেদন করা যাবে। রবিবার রাত আটটা থেকে এই অনলাইন প্রক্রিয়া শুরু হয়। সেখানে সংশ্লিষ্ট যাত্রীকে তাঁর নাম, কোন স্টেশন থেকে উঠবেন এবং কোথায় নামবেন, তা জানাতে হবে। পাশাপাশি ১ ঘণ্টার নির্দিষ্ট স্লট বাছতে হচ্ছে। ওই সময় ট্রেন খালি থাকলে সঙ্গে সঙ্গে ই-পাস অনুমোদন করবে রেল। সময় ভেদে ওই বিশেষ রংয়ের ই-পাস দেখিয়ে স্টেশনে প্রবেশ করা যাবে। কেবল স্মাট কার্ড গ্রাহকরাই মেট্রো চড়তে পারবেন। কারণ, করোনা মোকাবিলায় টোকেন দেওয়া আপাতত বন্ধ রেখেছে মেট্রো কর্তৃপক্ষ।

 

spot_img

Related articles

ফের ডাবল ইঞ্জিনের মহারাষ্ট্র! বাংলাভাষী পরিযায়ী শ্রমিককে নৃশংস খুন

ফের ডাবল ইঞ্জিনের মহারাষ্ট্রে (Maharashtra) খুন বাংলাভাষী পরিযায়ী শ্রমিক (Migrant worker)। মুর্শিদাবাদের (Murshidabad) রানিতলার বাসিন্দা রিন্টু শেখ নামে...

পরিযায়ী শ্রমিকদের নিয়ে কেন নীরব কমিশন? প্রশ্ন তুলে সিইও দফতরে ডেপুটেশন তৃণমূলের

মানুষের হেনস্তা, পরিযায়ী শ্রমিকদের সমস্যা ও একাধিক দাবিদাওয়া তুলে ধরে শনিবার ফের নির্বাচন কমিশনের সিইও দফতরে ডেপুটেশন জমা...

ব্যতিক্রমী কনটেন্টে ৭ নতুন ওয়েব সিরিজ প্ল্যাটফর্ম আটে

নতুন বছর পড়তে না পড়তেই বিনোদন জগৎ ঘিরে উন্মাদনা বাড়ছে। একদিকে বড় পর্দায় একাধিক বিগ বাজেট সিনেমার ঘোষণা...

বকেয়া টাকা নিয়ে গিরিরাজ সিংকে পালটা দিলেন কুণাল

আইপ্যাক-কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে (Giriraj Singh) কড়া জবাব দিল তৃণমূল কংগ্রেস। দলের...