Thursday, August 21, 2025

করোনা মোকাবিলায় দীর্ঘ লকডাউন পর্ব পেরিয়ে প্রতীক্ষার অবসান। অবশেষে ১৪৪ দিন পর ফের সাধারণ যাত্রীদের জন্য ঘুরতে শুরু করল কলকাতা মেট্রোর চাকা। এর আগে গত ২২ মার্চ শহরের বুকে শেষবার সাধারণ যাত্রীদের নিয়ে চলেছিল কলকাতা মেট্রো। এবার আনলক ফেজ-ফোর পর্বে দিল্লি মেট্রোর পর দরজা খুলে গেল কলকাতা মেট্রোর।

যদিও গতকাল, রবিবার রাজ্য সরকারের অনুরোধে ও নিট পরীক্ষার্থীদের স্বার্থে আনুষ্ঠানিকভাবে মেট্রো চলাচল শুরু হয়। আর আজ, সোমবার থেকে নিউ নর্মালে শুরু হল স্বাভাবিক নিয়মে ফের মেট্রোর পথ চলা। এখন আপাতত সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কবি সুভাষ ও নোয়াপাড়ায় মধ্যে চলবে এই মেট্রো। প্রতি ১৫ মিনিট অন্তর ট্রেন আসবে। প্রতিদিন আপ-ডাউন মিলিয়ে ৩৩ জোড়া ট্রেন চালানো হবে। রবিবার ও ছুটিরদিন মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।

তবে করোনা আবহে রয়েছে বেশ কিছু নয়া বিধি-নিষেধ। যেমন, পাসের মাধ্যমে আগে থেকে সিট বুক করতে হবে যাত্রীদের। অনলাইনে সেই পাস জোগাড় করতে হবে। ‘পথদিশা মেট্রো অ্যাপ’ কিংবা কলকাতা মেট্রোর নিজস্ব ওয়েবসাইটে গিয়ে এই পাসের জন্য আবেদন করা যাবে। রবিবার রাত আটটা থেকে এই অনলাইন প্রক্রিয়া শুরু হয়। সেখানে সংশ্লিষ্ট যাত্রীকে তাঁর নাম, কোন স্টেশন থেকে উঠবেন এবং কোথায় নামবেন, তা জানাতে হবে। পাশাপাশি ১ ঘণ্টার নির্দিষ্ট স্লট বাছতে হচ্ছে। ওই সময় ট্রেন খালি থাকলে সঙ্গে সঙ্গে ই-পাস অনুমোদন করবে রেল। সময় ভেদে ওই বিশেষ রংয়ের ই-পাস দেখিয়ে স্টেশনে প্রবেশ করা যাবে। কেবল স্মাট কার্ড গ্রাহকরাই মেট্রো চড়তে পারবেন। কারণ, করোনা মোকাবিলায় টোকেন দেওয়া আপাতত বন্ধ রেখেছে মেট্রো কর্তৃপক্ষ।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version