লাদাখে অপটিক্যাল ফাইবার কেবল পাতছে চিনা সেনা!

লাদাখে অপটিক্যাল ফাইবার কেবল পাতছে চিনা সেনা, এমনই অভিযোগ ভারতীয় সেনাবাহিনীর । দক্ষিণ প্যাংগং লেকের ৭০ কিলোমিটার জায়গা জুড়ে মুখোমুখি যুদ্ধট্যাঙ্ক সাজিয়ে প্রস্তুত ভারত ও চিনের সেনাবাহিনী। দক্ষিণে চুসুল, মলডোর কাছে চিনা সেনার তৎপরতা ছাড়াও প্যাংগং হ্রদের উত্তর সীমায় ৩ নম্বর ফিঙ্গার পয়েন্টের কাছে নতুন করে সামরিক কাঠামো তৈরি করছে লাল ফৌজ।
এরই পাশাপাশি , পাহাড়ি এলাকায় গোপনে কথাবার্তা বলার জন্য অপটিকাল ফাইবার কেবল বসাচ্ছে চিনা বাহিনী। প্যাংগং লেকের আশপাশে যোগাযোগ রাখতেই এই ব্যবস্থা। মস্কোয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের আলোচনা টেবিলে ভারত ও চিনের প্রতিরক্ষামন্ত্রীর মুখোমুখি কথাবার্তাতেও বরফ গলেনি।

শেষবার চুসুল সীমান্তে দুই দেশের সেনা কম্যান্ডার পর্যায়ের বৈঠকের পরেও প্যাংগং লেক ও সংলগ্ন এলাকা থেকে সেনা সরানো ও সেনার সংখ্যা কমানো কোনওটাই করেনি চিন।
জানা গিয়েছে , এই কেবল দিয়ে খুব দ্রুত খবর আদানপ্রদান করতে পারবে তারা। কোন জায়গায় ভারতীয় বাহিনী টহল দিচ্ছে, কোথায় ভারতের সেনার ছাউনি রয়েছে সেই গোপন খবরও পৌঁছে যাবে তাদের কাছে। যদিও এই বিষয়ে কড়া নজরদারি রয়েছে ভারতীয় সেনাবাহিনীর ।