Monday, November 3, 2025

খোওয়া গিয়েছিল মোবাইল। সেই মোবাইল খুঁজেও পেলেন। কিন্তু মোবাইলের ফটো গ্যালারিতে যা দেখলেন তাতে চোখ কপালে ওঠার জোগাড় মালয়েশিয়ান তরুণ জ্যাকরিডজ রডজির। ফোন ভর্তি শুধু বাঁদরের সেলফি।

এই ঘটনা যে গল্প নয়, সত্যি তার প্রমাণ দিতে ওই তরুণ সোশ্যাল সাইটে তাঁর ফোন ও বাঁদেরর ছবিও পোস্ট করেছেন।জ্যাকরিডজ প্রতি রাতেই ঘুমোনোর সময় মাথার কাছে মোবাইলটা রেখে দেন। একদিন সকালে তিনি দেখেন, মোবাইল নেই।ঘরের সমস্ত কিছুই ঠিক আছে। বুঝতে পারছিলেন না কী হল!

মোবাইল খুঁজতে শুরু করেন জ্যাক। এদিকে, জ্যাকের বাবাও  ছেলেকে না পেয়ে ফোন করতেই থাকেন। দু’দিন পরে বাড়ির পিছনের জঙ্গলে ফোনের রিং শুনতে পান জ্যাক। পাম গাছের নীচে পড়েছিল ফোন। ফোন মিললেও, ভারি অবাক হয়েছিলেন কমপিউটার সায়েন্সের ছাত্র জ্যাক। কারণ ওই ফোন কে নিয়ে গিয়েছিল জঙ্গলে কিছুই বুঝতে পারছিলেন না। চোর যদি মোবাইল চুরি করবে, তাহলে সে জঙ্গলে ফেলবেই বা কেন?

আরও পড়ুন : সিগারেটের টুকরা ধরিয়ে দিল খুনিকে, অভিযুক্তদের যাবজ্জীবন সাজা ঘোষণা আদালতের

মোবাইলের রহস্য ভেদ করতে যখন জ্যাকের কালঘাম ছুটছে, তখন তাঁরই এক আত্মীয় মজা করে বলেছিলেন, “মোবাইলে ফটোগুলো চেক কর। হয়তো চোরের ছবি পেয়ে যাবি”। মজা করে বলাই কথা যে সত্যি হয়ে যাবে ভাবেননি তখন জ্যাকরিডজ। কারণ, এরপর জ্যাক মোবাইলের গ্যালারি খুলে যা দেখেছিলেন, তাতে কিছুক্ষণ কথা বলতে পারেননি। কারণ মোবাইল জুড়ে শুধুই বাঁদরের ছবি। বিভিন্ন মুখভঙ্গির সেলফি। এমনকি এক বাঁদর ফোনটিকে খেতেও গিয়েছিল। ছবিতে ধরা পড়েছে সেই দৃশ্য। আশ মিটিয়ে ছবি তোলার পর বাঁদররা ফোনটিকে ফেলে দেয় অথবা তাদের হাত থেকে পড়ে যায়।

আরও পড়ুন : গাছের সঙ্গে বিবাহ বার্ষিকী! ব্রিটেনের মহিলার কাণ্ডে অবাক বিশ্ব

বাঁদরের এই কীর্তিকলাপ শেয়ার করেছেন মালয়েশিয়ার ওই পড়ুয়া।এই ঘটনা শুনে ও ছবি দেখে সকলেই হতবাক।বাঁদর এমনিতে অত্যন্ত বুদ্ধিমান। মানুষকে অনুকরণের নজিরও তাদের রয়েছে। তবে মোবাইলটা খাবার ভেবে নিয়ে গিয়ে এদিক-ওদিক টাচ করার সময় তাদের ছবি উঠেছিল, নাকি তারা অন্য কাউকে সেলফি তুলতে দেখে এ কাজ করেছিল, তা অজানা।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version