Thursday, August 21, 2025

মহামারি পরিস্থিতিতে ছুটি নয়, কাজ শেষে ছাদনাতলায় হাজির ডেপুটি কমিশনার

Date:

সারা দেশের পাশাপাশি ভাইরাসের সংক্রমণ বাড়ছে অসমেও। সংক্রমণ রুখতে তৎপরতার সঙ্গে কাজ করছে প্রশাসন থেকে চিকিৎসক। নিজেদের ব্যক্তিগত জীবন ভুলে, ভাইরাসের সঙ্গে লড়াই করছেন তাঁরা। এমনই এক ঘটনার সাক্ষী থাকল সে রাজ্যে। অসমের এক আইএএস অফিসারের বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু এই পরিস্থিতিতে নিজের কাজ ছেড়ে বিয়ে করতে যেতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি। অন্ধ্রপ্রদেশ থেকে অসমে গিয়ে তাই আইএএস-কে বিয়ে করলেন বর।

২০১৩ সালে মহিলা আইএএস অফিসার হিসাবে চাকরি পান কীর্তি জাল্লি। আদতে তিনি হায়দরাবাদের বাসিন্দা। চাকরি সূত্রে পোস্টিং হয়, অসম এর কাছার জেলায়। ওই জেলার ডেপুটি কমিশনার কীর্তি। দীর্ঘ ৭ বছর ওই জেলায় কাজ করার জন্য, অসমই হয়ে উঠেছে তাঁর নিজের রাজ্য। ভাইরাসের দাপটে সঙ্কটে অসম। তাই দিনরাত এক করে পরিস্থিতির সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে চিকিৎসক ও প্রশাসন। কিন্তু এর মধ্যেই কীর্তির বিয়ের ঠিক হয়। তাঁকে ছুটি নিতে বলে তাঁর নিজের এবং শ্বশুরবাড়ির পরিবার।

ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় তাই নিজের রাজ্য ছেড়ে যেতে চাননি তিনি। সাফ জানিয়ে দেন, এই পরিস্থিতিতে ছুটি নিয়ে বিয়ে করতে যাওয়া সম্ভব নয়। আইএএস অফিসার কীর্তির এই সিদ্ধান্তকে সম্মান জানান তাঁর স্বামী। সেই অনুযায়ী অসমে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তাই অন্ধ্রপ্রদেশ থেকে শিলচরেই গিয়ে বিয়ে সারলেন হবু স্বামী। অসমে যাওয়ার পর ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। তারপর আচার অনুষ্ঠান পালন করে বিয়ে হয় তাঁদের।

আরও পড়ুন-ঘর ছেড়েছিলেন স্বপ্নপূরণের জন্য, সরকারি অফিসার হয়ে ফিরলেন মিরাটের সঞ্জুরানি

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version