Monday, August 25, 2025

আত্মরক্ষার তাগিদে বাংলার মা-বোনদের “উমা” বানাবে বিজেপি মহিলা মোর্চা

Date:

কলকাতা তথা রাজ্যের মহিলারা সুরক্ষিত নন। প্রতিদিনই মহিলাদের সম্মানহানির ঘটনা সংবাদের শিরোনামে জায়গা করে নিচ্ছে। সমাজবিরোধীদের দ্বারা লাঞ্ছনা-অপমান সহ্য করতে হচ্ছে বাংলার মা-বোনদের। এবার তাঁরা বিপদে পড়লে যাতে নিজেদের রক্ষা করতে পারে, তেমনই উদ্যোগ নিলো বিজেপি মহিলা মোর্চা।

এবার এ রাজ্যের মহিলাদের আত্মরক্ষার পাঠ দিতে চলেছে গেরুয়া শিবির। আগামী ১৭ সেপ্টেম্বর দেবী পক্ষের আগমনের দিন থেকে জেলায় জেলায় শুরু হচ্ছে মহিলাদের বিশেষ প্রশিক্ষণ শিবির। বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পলের দাবি, দুষ্কৃতীদের হাত থেকে মহিলাদের বাঁচাতেই এমন অভিনব উদ্যোগ। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। বাংলার মা-বোনেরা দলমত-বর্ণ-ধর্ম নির্বিশেষে এই প্রশিক্ষণ শিবিরে যোগ দেওয়ার জন্য নাম নথিভুক্ত করাতে পারেন।

অগ্নিমিত্রা জানান, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। ওই দিন থেকে রাজ্যের মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচির সূচনা করবে রাজ্য বিজেপি। যার পোশাকি নাম ”উমা”। ওইদিনই আবার মহালয়া। এই প্রধানমন্ত্রীকে উপহার বা সম্মান প্রদর্শন বলেই জানান মহিলা মোর্চা সভানেত্রী।

এদিন এক সাংবাদিক বৈঠকে অগ্নিমিত্রা পল বলেন, “মহিলাদের আত্মরক্ষার পাঠে ব্যাগে ছুরি, কাঁচি, ব্লেড, লঙ্কা ও গোলমরিচের গুঁড়ো ইত্যাদি রাখার পরামর্শ দেওয়া হবে। সেগুলির ব্যবহারও শেখানো হবে প্রশিক্ষণ কর্মসূচিতে।

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version