Thursday, August 21, 2025

ভারতের নতুন সংসদ ভবন তৈরির বরাত পেল দেশের প্রথম সারির শিল্প সংস্থা টাটা গোষ্ঠী। ৮৬১.৯০ কোটি টাকার সর্বনিম্ন দরপত্র দিয়ে নতুন সংসদ ভবন নির্মাণের বরাত জিতে নিয়েছে ‘টাটা প্রজেক্টস’। কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের অধীনে সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট বুধবার দরপত্র খোলে। জানা যায়, এই নির্মাণের বরাত পেয়েছে টাটারাই। আগামী ২১ মাসের মধ্যে নতুন সংসদ ভবন তৈরির কাজ শেষ হওয়ার কথা। কেন্দ্রীয় সরকারের ঘোষণা, ২০২২ সালে দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে নতুন ভবন পাবে ভারতীয় সংসদ। ত্রিভুজাকৃতির নতুন ভবনে সাংসদদের বসার জায়গা ও কক্ষ দুইই বাড়ানো হবে। ঐতিহ্য ও আধুনিকতার সুচারু মিশেলে হবে এই নির্মাণ। ব্রিটিশ আমলে নির্মিত সংসদের বর্তমান গোলাকৃতি ভবনটি নান্দনিকতায় বিশ্বের অন্যতম দ্রষ্টব্য। ১৯২১ সালে শুরু হয় বর্তমান ভবনের নির্মাণ। তৈরি করতে লেগেছিল ছ’বছর। ১৯৫৬ সালে স্থানসংকুলানের প্রয়োজনে আরও দুটি তল নির্মিত হয়।

কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক সূত্রে আগেই জানানো হয়, প্রাথমিক বাছাইয়ের পর মোট সাতটি সংস্থা চূড়ান্ত দরপত্রের জন্য নির্ধারিত হয়েছিল। টাটা প্রজেক্টস ছাড়াও তালিকায় ছিল লার্সেন অ্যান্ড টুব্রো, আইটিডি সিমেন্টেশন ইন্ডিয়া লিমিটেড, এনসিসি লিমিটেড, সাপুরজি-পালনজি, উত্তরপ্রদেশ রাজকীয় নির্মাণ নিগম ও পিএসপি প্রজেক্টস-এর মত সংস্থা। এদের মধ্যে সবচেয়ে কম দরপত্র দেওয়ায় বরাত পেয়েছে টাটা গোষ্ঠী। টাটার পরেই আছে লার্সেন অ্যান্ড টুব্রো। তারা দর দিয়েছিল ৮৬৫ কোটি টাকা। সেন্ট্রাল ভিস্টা রিডেভলপমেন্ট প্রজেক্ট-এর অধীনে সংসদ ভবন-সহ রাষ্ট্রপতি ভবন, নর্থ ব্লক, সাউথ ব্লক, ইন্ডিয়া গেট, ন্যাশনাল আর্কাইভ সহ রাজধানীর ঐতিহ্যময় পুরনো ভবনগুলি সংস্কার ও পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক।

আরও পড়ুন- গুড়াপে পুলিশের ‘অতিসক্রিয়তা’ র জের, দায় পড়ছে তৃণমূলের ঘাড়ে

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version