Saturday, August 23, 2025

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষাতেই করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সিএএ ও এনআরসি প্রসঙ্গে অমিত শাহ বলেছিলেন, ‘ঘটনাক্রম বুঝুন’। সেই প্রসঙ্গ তুলেই ভাইরাস সংক্রমণ নিয়ে রাজ্যসভায় কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ।
তিনি বলেন, শীতকালীন অধিবেশনে সিএএ এবং এনআরসি নিয়ে অমিত শাহ বলেছিলেন, ‘‘মিত্রোঁ, আপ ক্রোনলজি সমঝিয়ে। প্রথমে সিএএ, তারপরে এনআরসি। শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা দেশেই এনআরসি হবে”। অমিত শাহের সেই ‘ক্রোনলজি’ কটাক্ষই এদিন কেন্দ্রের শাসকদলকে ফিরিয়ে দেন ডেরেক
তিনি বলেন, ৩০ জানুয়ারি দেশে প্রথম কোভিড আক্রান্তের সন্ধান মেলে। ২৪ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানানো হয়। সংসদীয় কমিটির চেয়ারম্যানকে ৫ মার্চ তৃণমূলের সংসদীয় কমিটি চিঠি লিখে করোনা নিয়ে জরুরি বৈঠক ডাকার আর্জি জানিয়েছিল। কিন্তু ৮ মার্চ পর্যন্ত কিছুই করা হয়নি। আচমকা কোনও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা না করেই লকডাউন ঘোষণা করেন মোদি। ২৫ মার্চ- নোটবন্দি-২ বলে কটাক্ষ করেন ডেরেক। ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয় মাত্র চার ঘণ্টার নোটিশে। সরকার বলছে, ৪৩টি ভিডিয়ো কনফারেন্স করা হয়েছে। ২৬ মার্চের আগে একটাও ভিডিয়ো কনফারেন্স হয়েছে কি? প্রশ্ন তোলেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা।
তিনি কটাক্ষ করে বলেন, ভাল হলে কেন্দ্র করছে— খারাপ হলে রাজ্য।

আরও পড়ুন-বাংলাকে কাশ্মীর বানানোর অভিযোগ লকেটের, পাল্টা তৃণমূল বলল গুজরাত হতে দেব না

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version