Friday, November 7, 2025

অমিত শাহর ভাষাতেই রাজ্যসভায় কেন্দ্রকে কটাক্ষ ডেরেকের

Date:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষাতেই করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সিএএ ও এনআরসি প্রসঙ্গে অমিত শাহ বলেছিলেন, ‘ঘটনাক্রম বুঝুন’। সেই প্রসঙ্গ তুলেই ভাইরাস সংক্রমণ নিয়ে রাজ্যসভায় কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ।
তিনি বলেন, শীতকালীন অধিবেশনে সিএএ এবং এনআরসি নিয়ে অমিত শাহ বলেছিলেন, ‘‘মিত্রোঁ, আপ ক্রোনলজি সমঝিয়ে। প্রথমে সিএএ, তারপরে এনআরসি। শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা দেশেই এনআরসি হবে”। অমিত শাহের সেই ‘ক্রোনলজি’ কটাক্ষই এদিন কেন্দ্রের শাসকদলকে ফিরিয়ে দেন ডেরেক
তিনি বলেন, ৩০ জানুয়ারি দেশে প্রথম কোভিড আক্রান্তের সন্ধান মেলে। ২৪ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানানো হয়। সংসদীয় কমিটির চেয়ারম্যানকে ৫ মার্চ তৃণমূলের সংসদীয় কমিটি চিঠি লিখে করোনা নিয়ে জরুরি বৈঠক ডাকার আর্জি জানিয়েছিল। কিন্তু ৮ মার্চ পর্যন্ত কিছুই করা হয়নি। আচমকা কোনও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা না করেই লকডাউন ঘোষণা করেন মোদি। ২৫ মার্চ- নোটবন্দি-২ বলে কটাক্ষ করেন ডেরেক। ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয় মাত্র চার ঘণ্টার নোটিশে। সরকার বলছে, ৪৩টি ভিডিয়ো কনফারেন্স করা হয়েছে। ২৬ মার্চের আগে একটাও ভিডিয়ো কনফারেন্স হয়েছে কি? প্রশ্ন তোলেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা।
তিনি কটাক্ষ করে বলেন, ভাল হলে কেন্দ্র করছে— খারাপ হলে রাজ্য।

আরও পড়ুন-বাংলাকে কাশ্মীর বানানোর অভিযোগ লকেটের, পাল্টা তৃণমূল বলল গুজরাত হতে দেব না

Related articles

পয়লা ডিসেম্বর থেকে ফের শুরু সেবাশ্রয়: সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন স্বয়ং অভিষেক

শুক্রবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিন উপলক্ষে ঘাসফুলের কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।...

SIR কাড়ল আরও ২ প্রাণ, বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্রের বলি এবার কুলপি- সাঁইথিয়ায়

এসআইআরের (SIR) নামে বিজেপির (BJP) রাজনৈতিক ষড়যন্ত্র এবং ভয়ের পরিবেশ তৈরি রাজ্যে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে।...

বৃষ্টি নেই বাংলায়, ঊর্ধ্বমুখী তাপমাত্রায় অমিল কনকনে শীতের আমেজ!

!জাঁকিয়ে শীত (winter) এখনই নয়, তবে সকাল-রাতে হালকা হিমেল ছোঁয়া শিহরণ জাগাচ্ছিল বাঙালির মনে প্রাণে। শুক্রবার সকালে তাপমাত্রার...

একটি কঙ্কালের অসম্পূর্ণ প্রেমকাহিনি

জয়িতা মৌলিক ১২৯৮ বঙ্গাব্দের ফাল্গুন মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) লেখা 'কঙ্কাল' ছোটগল্পটির মঞ্চনাট্যরূপ দেখলাম ১৪৩২ বঙ্গাব্দের কার্তিক মাসে,...
Exit mobile version