উপত্যকায় এনকাউন্টারে নিকেশ ৩ জঙ্গি, গুলির লড়াইয়ের মাঝে পড়ে মৃত্যু মহিলার

ফের উপত্যকায় সেনা-জঙ্গি গুলির লড়াই। এবার জম্মু-কাশ্মীরের শ্রীনগরের বাতামালু এলাকায় দুই পক্ষের সংঘর্ষে নিকেশ ৩ জঙ্গি। গুলির লড়াইয়ের মধ্যে পড়ে মৃত্যু হয়েছে স্থানীয় এক মহিলারও। তাঁর নাম কৌসর রিয়াজ (৪৫) জঙ্গিদের পাল্টা গুলিতে আহত হয়েছেন সিআরপিএফের এক ডেপুটি কমান্ডান্ট পদমর্যাদার অফিসার-সহ দুই জওয়ান।

বাতামালু এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর গোপন সূত্রে পেয়ে হানা দেয় যৌথবাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। বাহিনী দেখে এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। ঘটনাস্থলেই খতম হয় তিন জঙ্গি।

আরও পড়ুন-রায়নার পিসির বাড়িতে দুষ্কৃতী হামলা, ৩ অভিযুক্তকে গ্রেফতার পাঞ্জাব পুলিশের