Tuesday, November 11, 2025

আনন্দপুর কাণ্ড: অভিযোগ তোলার আর্জি খারিজ করে জেল হেফাজতের নির্দেশ আদালতের

Date:

আনন্দপুর কাণ্ডে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ার আবেদন জানালেন অভিযোগকারিণী। যদিও আদালত সূত্রে খবর, এই আবেদন মঞ্জুর করা হয়নি। অভিযুক্তকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

ঘটনা ৫ সেপ্টেম্বরের। রাতের শহরে আক্রান্ত হন তরুণী।
ফেসবুকে অমিতাভ বসুর সঙ্গে পরিচয় হয় পেশায় ব্যাঙ্ক কর্মী ওই তরুণীর। তদন্তে পুলিশ জানতে পারে অমিতাভ বসু নয়, অভিযুক্ত ওই ব্যক্তির নাম অভিষেক পাণ্ডে। ঘটনার রাতে বাড়ি ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে তরুণী অন্য কোথাও নিয়ে চলে যায় অভিযুক্ত। তরুণী প্রতিবাদ করলে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে সে। বিপদে পড়ে চিৎকার করতে শুরু করেন ওই তরুণী। রাতের শহরে তরুণীর চিৎকার শুনে তাঁকে সাহায্য করতে এগিয়ে যান নীলাঞ্জনা মুখোপাধ্যায়। অভিযুক্ত অভিষেক পাণ্ডে নীলাঞ্জনার পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে যায়।

এই ঘটনায় গ্রেফতার করা হয় অভিষেক পাণ্ডেকে। পরে জানা যায় আগে থেকেই অভিযুক্তর সঙ্গে সম্পর্ক ছিল অভিযোগকারিণীর। শুধু তাই নয়, জিজ্ঞাসাবাদে পুলিশকে অভিযুক্তের নাম ভুল নাম বলেছিলেন ওই তরুণী। বুধবার আদালতে আবেদন জানিয়ে অভিযোগকারিণীর আইনজীবী বলেন, অভিযোগকারিণী ভুল করে অভিযুক্তর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তিনি চাইছেন এই মামলা তুলে নেওয়া হোক।

বুধবার আদালতে সরকারি পক্ষের আইনজীবীরা বলেন, ইতিমধ্যেই অভিযোগকারিণী তরুণী আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন। আহত মহিলার স্বামীও আদালতে গোপন জবানবন্দি দেন। আহত মহিলা নীলাঞ্জনা মুখোপাধ্যায় এখনও অসুস্থ। তিনিও গোপন জবানবন্দি দিতে পারেন। এই অবস্থায় অভিষেক জামিন পেলেন সে সাক্ষীকে প্রভাবিত করতে পারে। দুপক্ষের বক্তব্য শুনে অভিযুক্তকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

আরও পড়ুন-স্নাতকস্তরের পরীক্ষার সূচি প্রকাশ কলকাতা বিশ্ববিদ্যালয়ের

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version