কেন্দ্রের অনুমতি মিললেও রাজ্যের আপত্তিতে এখনই খুলছে না ICSE বোর্ডের স্কুল

করোনা মোকাবিলায় দীর্ঘ লকডাউন পর্ব কাটিয়ে দেশজুড়ে চলছে আনলক ফেজ। স্বাভাবিক জীবনযাত্রার ফিরতে ধীরে ধীরে খুলে যাচ্ছে সবকিছু। একইভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি শর্ত সাপেক্ষে খোলার অনুমতি দিয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক আগেই এই নির্দেশ দিয়েছিল।

এবার তার সঙ্গে সমন্বয় রেখে ২১ সেপ্টেম্বর থেকে স্কুল খোলার নির্দেশ দিল ICSE স্কুলগুলির নিয়ামক সংস্থা CISCE. সংস্থার তরফে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের নিয়ে আংশিকভাবে স্কুল খুলতে হবে। স্কুলের প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালের কাজ শেষ করার জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি নির্দেশিকা অনুযায়ী দূরত্ববিধি মেনে পড়ুয়াদের বসানোর কথাও বলা হয়েছে। তবে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে কোনও স্কুল-কলেজ খোলা যাবে না। তাই এ রাজ্যে স্কুল খোলার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন অধ্যক্ষরা CISCE বিজ্ঞপ্তিতেও রাজ্যের আদেশ অনুযায়ীই চলার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-এবছরই ছিল অনেকের শেষ সুযোগ, JEE-NEET নিয়ে সুপ্রিম কোর্টে ফের আবেদন