Friday, August 29, 2025

বিরোধীদের আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ হয়েছে এগ্রি মার্কেট রিফর্ম ও কনট্র্যাক্ট ফার্মিং সংক্রান্ত দুটি বিল। এছাড়া আগামী মঙ্গলবার লোকসভায় পেশ হতে চলেছে এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট বিল। তিনটি বিলেই কৃষকদের স্বার্থ অগ্রাধিকার পেয়েছে বলে কেন্দ্রীয় সরকার দাবি করলেও রাজনৈতিক সংঘাত কমছে না। যদিও কৃষক সংগঠনগুলির মধ্যেই বিল নিয়ে মতভেদ আছে বলে খবর। এই পরিস্থিতিতে কৃষি বিল নিয়ে ব্যাখ্যা দিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর।

কৃষিমন্ত্রী তোমর বলেন, কৃষকদের ইচ্ছে করে ভুল বোঝানো হচ্ছে। বিলের ভাল দিকগুলি আড়াল করা হচ্ছে। কৃষকরা সরকার থেকে যে ন্যূনতম সহায়ক মূল্য পান তা বহাল থাকবে। এই নিয়ে আশঙ্কার কারণ নেই। সরকার কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে কৃষি পণ্য কিনবে। কৃষিমন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য হল, কৃষকরা যাতে কৃষি পণ্যের আরও ভাল দাম পান। বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করলে তাঁরা কৃষি পণ্যের বেশি মূল্য পাবেন শুধু তাই নয়, কৃষি ক্ষেত্রের আধুনিকীকরণও হবে। উন্নত মানের বীজ ও সার পাবেন তাঁরা। তাতে ফলনও বেশি হবে। কৃষি বিল নিয়ে আপত্তি প্রসঙ্গে কৃষি মন্ত্রকের এক যুগ্ম সচিব বলেন, আসলে বিপদে পড়তে পারেন ফড়ে ও মহাজনরা। যারা সবসময় কৃষকদের লাভে ভাগ বসান। নতুন বিলে কৃষকদের স্বাধীনতা বাড়বে এই আশঙ্কা থেকে তাঁরাই কৃষকদের ক্ষেপাচ্ছেন। কারণ কৃষকরা সরাসরি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করলে তাদের ভূমিকা আর থাকবে না। যদিও অনেক কৃষকই এখন ফড়েদের কাছ থেকে ধার নিয়ে চাষ করেন। তাই অনেকেই ফড়েদের চাপে তাঁদের কথামত প্রতিবাদে নামতে বাধ্য হচ্ছেন। তবে কেন্দ্রীয় সরকার কৃষি বিল পাশ করানোর ব্যাপারে অনড়।

আরও পড়ুন- সামান্য মাসোহারা বন্ধ, সময় থমকেছে চন্দননগরের ক্লক টাওয়ারে

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version