Sunday, August 24, 2025

এক্তিয়ারের বাইরে গিয়ে মন্তব্য করছেন রাজ্যপাল, তোপ সৌগত, শোভনদেবের

Date:

রাজ্য সরকারের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তোলা কার্যত অভ্যাসে পরিনত হয়েছে রাজ্যপাল জগদীপ ধনকড়ের৷

আপাতত সর্বশেষ অভিযোগ এনেছেন মহালয়া তথা বিশ্বকর্মা পুজোর দিন৷ এক টুইটে তিনি বলেছেন,
“যা কিছুই ঘটুক না কেন, আমি পশ্চিমবঙ্গের সেবায় নিয়োজিত৷ মহালয়া এবং বিশ্বকর্মা পুজোয় আমার সংকল্প, পুলিশকে অবশ্যই ‘রাজনৈতিকভাবে নিরপেক্ষ’ হতে হবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই গণতন্ত্রের ভিত্তি।
বাংলায় সুষ্ঠ ও অবাধ নির্বাচনে অনুঘটক হওয়া আমার সাংবিধানিক কর্তব্য।”

রাজ্যপাল বোঝাতে চেয়েছেন, এ রাজ্যের মানুষ অবাধ ও নিরপেক্ষ ভোট দেখতে চান। অবাধে ভোট হতে না পারা গণতন্ত্রেরই লজ্জা।রাজ্যের নির্বাচন নিয়ে
রাজ্যপালের এই মন্তব্যের কড়া জবার দিয়েছে তৃণমূল৷

তৃণমূল সাংসদ ও মুখপাত্র সৌগত রায় রাজ্যপালের বিরুদ্ধে তোপ দেগে বলেছেন, “রাজ্যপাল সরাসরি বিজেপির হয়ে কথা বলছেন৷ দেশে নির্বাচন কমিশন আছে, আছে কেন্দ্রীয় পুলিশ বাহিনী। কোনওটাই রাজ্য সরকারের এক্তিয়ারে নয়৷

দেশজুড়ে ভোটের আয়োজন করে তারাই। রাজ্যপাল রাজভবনে বসে কখনই ভোট করানোর কথা বলতে পারেন না৷ এই ক্ষমতা রাজ্যপালের নেই।” সৌগতবাবুর স্পষ্ট কথা, “রাজ্যপাল নিজের চেয়ারকেই অসম্মান করছেন৷ তিনি নিরপেক্ষ থাকতে পারছেন না৷ বিজেপির সুরে কথা বলেই চলেছেন৷”

 

রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ও রাজ্যপালের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেছেন। তিনি বলেন, “রাজ্যপাল নির্বাচন নিয়ে কেন কথা বলছেন? এসব তাঁর এক্তিয়ারের বাইরে৷ কেন বলছেন বুঝতে পারছি না। এ ধরনের কথা বলে কেন্দ্রীয় সরকার আর বিজেপির কাছে নিজের নম্বর বাড়ানোর চেষ্টা করছেন৷ নির্বাচন কমিশনকে ছোট করে রাজ্যপাল হিরো হতে চাইছেন”৷

আরও পড়ুন- শেষ দেখে ছাড়বেন, ঊর্মিলাকে হুঁশিয়ারি কঙ্গনার

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version