Sunday, August 24, 2025

“অমানবিক সাজা পাক সরকারের”, ভারতে যুক্ত হতে চায় গিলগিট-বালটিস্তান

Date:

গিলগিট-বালটিস্তান ভারতের অংশ হতে চাইছে- রাষ্ট্র সংঘে দাবি সমাজসেবী আহমেদ আয়ুব মির্জার। পাকিস্তানের কবজায় থাকা গিলগিট-বালটিস্তানের অংশকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য লড়াই চালাচ্ছেন তিনি।

মানবাধিকার পরিষদের ৪৫ তম অধিবেশনে আয়ুব মির্জা বলেন, পাকিস্তান গোটা বিশ্বকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ আলাদা। পাকিস্তানের কবজায় থাকা মানুষেরা এখন স্বাধীন হওয়ার জন্য উন্মুখ। পাকিস্তান সরকার এলাকার মানুষদের শিক্ষার আলো থেকে দূরে রাখতে এবং খরচা বাঁচাতে গিলগিট-বালটিস্তানে স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

আয়ুব মির্জা বলেন, গিলগিট-বালটিস্তানের যুব সমাজ তাঁদের প্রাকৃতিক সম্পদ লুটের প্রতিবাদ করে ৭০ থেকে ৯০ বছর পর্যন্ত সাজা ভুগছে।

গত কয়েকবছরে গিলগিট-বালটিস্তানের অনেক এলাকায় কোনও উন্নয়নমূলক কাজ হয়নি। “জলের কল দিয়ে জলের বদলে রক্ত বেরিয়ে আসে। পাকিস্তানের বিরোধিতা করলে সেখানে অমানবিক সাজা দেওয়া হয়” অভিযোগ আয়ুব মির্জার।

কিছুদিন আগে গিলগিট-বালটিস্তানের তানভির আহমেদ নামের এক যুবক গিলগিট-বালটিস্তানের মীরপুর এলাকা থেকে পাকিস্তানের পতাকা খুলে দিয়েছিলেন। পাক পুলিশ তাঁকে বন্দি বানিয়ে ডেথ সেলে ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। প্রতিনিয়ত ওই এলাকায় পাক সেনার অত্যাচারের কথা শোনা যায়। কিন্তু পাক সরকার সেই খবর বাইরে আসতে দেয় না। আর সেই কারণেই কয়েক দশক ধরে পাকিস্তানের কবজায় থাকা গিলগিট-বালটিস্তান ভারতের অন্তর্ভুক্তি চাইছে। মানবাধিকার পরিষদের সভায় একথা সামনে আসতে সভাপতি অস্বস্তিতে পাকিস্তান। যদিও এই অভিযোগ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া দেয়নি ইমরান খানের সরকার।

আরও পড়ুন- ‘হানি ট্র্যাপে’ গয়না চুরি, গ্রেফতার গড়িয়ার মহিলা

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version