Sunday, November 9, 2025

ডেপুটি স্পিকারের উপর হামলা চরম লজ্জার, সরব কেন্দ্রের শীর্ষ মন্ত্রীরা

Date:

কৃষি বিলের বিরোধিতা করার নামে রবিবার রাজ্যসভায় ডেপুটি স্পিকার হরিবংশ নারায়ণ সিংয়ের উপর বিরোধীদের হামলার প্রতিবাদে সরব হলেন কেন্দ্রের শীর্ষ মন্ত্রীরা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর, পীযূষ গয়াল, মুখতার আব্বাস নাকভি, গেহলট, প্রহ্লাদ যোশী প্রমুখ। রাজনাথ সিং বলেন, আমি নিজে কৃষক পরিবারের সন্তান, কৃষিমন্ত্রী ছিলাম। তাই খুব ভাল বুঝতে পারছি নতুন কৃষি বিলে কৃষকরা কতটা সুবিধা পাবেন। তাঁদের অর্থনৈতিক উন্নতি হবে, ফসল বিক্রির স্বাধীনতা পাবেন তাঁরা। বিলের আসল উদ্দেশ্য যাতে সামনে না আসে সেজন্য পরিকল্পিতভাবে কৃষকদের বিভ্রান্ত করছেন বিরোধীরা। রাজনাথ বলেন, যেভাবে সারা দিন আলোচনার সুযোগ দেওয়ার পর রাজ্যসভায় তাণ্ডব চালানো হল তা চরম লজ্জার। সংসদের গৌরব ভূলুণ্ঠিত হয়েছে। মাইক ভাঙা, বিলের কপি ও রুলবুক ছেঁড়া, ডেপুটি স্পিকারের কাছে চলে গিয়ে তাঁকে নিগ্রহের চেষ্টা করার ঘটনা চরম নিন্দনীয়। গোটা দেশ এই লজ্জাজনক ঘটনা দেখেছে। সংসদের গরিমা নষ্ট করেছেন বিরোধী সাংসদরা। তাঁরা রাজ্যসভায় যেরকম হিংসাত্মক আচরণ করেছেন, তা অতীতে কখনও দেখা যায়নি। ডেপুটি স্পিকারকে অসম্মান করার তীব্র নিন্দা করছে সরকার। রাজনাথ বলেন, এমএসপি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত ভুল প্রচার চালানো হচ্ছে। নতুন আইনেও কৃষকরা এমএসপির সুবিধা পাবেন, এ নিয়ে কোনও সংশয় নেই।

আরও পড়ুন- দলিত সাহিত্য আকাদেমি’র চেয়ারম্যান হলেন মনোরঞ্জন ব্যাপারী, জানালেন ইচ্ছার কথা

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version