করোনার সঙ্গে লড়াই করে শহরে ফের এক চিকিৎসকের মৃত্যু

শহরে ফের এক করোনা যোদ্ধার মৃত্যু। এবার এক সরকারি চিকিৎসকের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল। কলকাতার এক বেসরকারি হাসপাতালে কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে হার মানলেন বিশিষ্ট চিকিৎসক সুরজিৎ নন্দী। দক্ষিণ কলকাতার হরিদেবপুর নিবাসী সুরজিৎ নন্দী বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসক ছিলেন। তবে অর্থোপেডিক সার্জেন হলেও করোনা সঙ্কটে তিনি রীতিমতো লড়াই করেছেন।

কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর থেকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অর্থোপেডিক সার্জেন সুরজিৎ নন্দী। সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। প্রায় ৩ সপ্তাহ ধরে তিনি কোভিডের সঙ্গে লড়াই চালাচ্ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অসুস্থ হয়ে হাসপাতলে ভর্তি হওয়ার একদিন আগে পর্যন্ত হাসপাতালে রোগীদের চিকিৎসায় নিজেকে নিয়োজিত করে ছিলেন সুরজিৎ নন্দী। নিজের দায়িত্বের প্রতি অবিচল ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চিকিৎসক মহলে।

আরও পড়ুন- রেলস্টেশনের আদলে নতুন মাদ্রাসার কাজ শুরু ফুরফুরায়