Saturday, August 23, 2025

সুশান্তের ভিসেরার নমুনা সংরক্ষিত হয়নি নিয়ম মেনে, রহস্য AIIMS-এর বক্তব্যে

Date:

Share post:

পরিকল্পিত, না’কি গাফিলতি ?

সুশান্ত সিং রাজপুতের ভিসেরা নমুনা নাকি ঠিকভাবে সংরক্ষণই করা হয়নি।

এদিকে, AIIMS-এর ফরেনসিক বিভাগ জানিয়েছে, সুশান্তের ভিসেরা রিপোর্ট আগামী ২২ সেপ্টেম্বর CBI-এর হাতে তুলে দেওয়া হবে৷ তার মাঝেই জানা গিয়েছে, অভিনেতার ভিসেরা ঠিকভাবে সংরক্ষণই করা হয়নি৷ প্রশ্ন উঠেছে, সত্যিই ঠিকভাবে সংরক্ষণ করা না হয়ে থাকলে, সেই কাজ ইচ্ছাকৃত ? না’কি গাফিলতি?

প্রসঙ্গত, গত ১৪ জুন সুশান্ত রাজপুতের দেহ উদ্ধার করে মুম্বই পুলিশ৷ পুলিশই কুপার হাসপাতালে নিয়ে যায় ওই দেহ৷ সেখানেই ময়নাতদন্ত করা হয়। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছিলো, শ্বাসরোধ হয়ে সুশান্তের মৃত্যু হয়েছে।

এদিকে, সূত্রের খবর, সেই রিপোর্টের ভিত্তিতে AIIMS-এর ফরেনসিক বিশেষজ্ঞরা যখন পরীক্ষা শুরু করেন, তখনই দেখা যায়, রিপোর্ট তৈরি করার জন্য ৭৫ শতাংশ ভিসেরা-নমুনা সংগ্রহ করা হয়েছিল। বাকি ২৫ শতাংশ সংরক্ষণই করা হয়নি।

এখানেই শেষ নয়৷ যে ৭৫ শতাংশ ভিসেরা-নমুনা রাখা হয়েছিল, তাও নাকি বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষিত হয়নি। ফলে বিশেষজ্ঞরা পরীক্ষার উপযোগী যে পরিমাণ নমুনা পেয়েছেন, তার ভিত্তিতেই রিপোর্ট তৈরি করেছেন AIIMS-এর ফরেনসিক বিশেষজ্ঞ দল। জানা গিয়েছে, ১৮ সেপ্টেম্বর রিপোর্ট তৈরির কাজ শেষ হয় বলে খবর। ওদিকে অভিজ্ঞ ফরেনসিক বিশেষজ্ঞদের অভিমত, সঠিক পরিমাণ ভিসেরার নমুনা না পাওয়া গেলে, নির্ভুল রিপোর্ট পাওয়া সম্ভব নয়৷ AIIMS-এর ফরেনসিক বিভাগের প্রধান ডা. সুধীর গুপ্ত আগেই জানান, এই সপ্তাহেই সুশান্তের ভিসেরা পরীক্ষার চূড়ান্ত রিপোর্ট CBI-এর হাতে তুলে দেওয়া হবে। তবে এই মামলাটি যেহেতু এখন বিচারাধীন, তাই রিপোর্ট প্রকাশ করা হবে না।

ভিসেরা-রিপোর্ট নিয়ে বেশ কিছুদিন ধরেই নানারকম কথা ভেসে উঠেছে৷ প্রথমে শোনা গিয়েছিল, রবিবারই ওই রিপোর্ট CBI টিমের হাতে তুলে দেবে AIIMS কর্তৃপক্ষ ৷ তা হয়নি৷ এখন শোনা যাচ্ছে, মঙ্গলবার রিপোর্ট দেওয়া হবে তদন্তকারীদের হাতে। এবং একইসঙ্গে শোনা যাচ্ছে, সুশান্ত সিং রাজপুতের ভিসেরা নমুনা নাকি ঠিকভাবে সংরক্ষণই করা হয়নি।

আরও পড়ুন- কেন আল-কায়দার টার্গেট মুর্শিদাবাদ? শিক্ষা প্রতিষ্ঠানের নেপথ্যেই লুকিয়ে রহস্য!

spot_img

Related articles

প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় বেলঘরিয়ায় আক্রান্ত শিক্ষক

তাঁর অপরাধ কী? তিনি রাস্তার ধারে বসে থাকা কয়েকজন যুবক যুবতীকে মদ্যপান করতে দেখে প্রতিবাদ করেছিলেন। তাই রাস্তায়...

কাদের নিয়ে দুর্নীতি থামাবেন: বিজেপির চার মহারথীর তথ্য তুলে তুলোধনা তৃণমূলের

দুর্নীতি দমনে মোদির মিথ্যাচার বারবার ফাঁস করেছে তৃণমূলই। অথচ বারবার বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে অন্য দলের নেতারা যেভাবে...

কালা আইনের জন্য JPC একটা নাটক: তৃণমূলের কেউ থাকবে না কমিটিতে

তৃতীয় মোদি সরকারের জমানায় যতগুলি আইন পাশের জন্য বিল এসেছে, বিরোধীদের চাপে পড়ে সেগুলি সংসদের যৌথ সংসদীয় কমিটিতে...

অসুস্থ রুক্মিণী, পাশে নেই দেব !

ভালো নেই টলিউডের 'বিনোদিনী'(Binodini)। গ্ল্যামার হারিয়ে চোখে মুখে শুধুই অসুস্থতার ছাপ। দশ বছর আগের ছবি মুক্তি ঘিরে প্রাক্তনের...