Wednesday, November 5, 2025

নীতিহীন, নৈতিকতাহীন সংসদীয় আচরণ, তানাশাহি। রবিবার যেভাবে, যে ভঙ্গিতে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান ধ্বনি ভোটে কৃষি বিল পাশ করালেন, নিশ্চিতভাবেই এটি একটি ব্যতিক্রমী দিন হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। আর এই কারণেই তৃণমূল কংগ্রেস, কংগ্রেস বা প্রায় সব বিরোধী দলই যদি বলে, সংসদীয় ইতিহাসের এটি একটি কালো দিন, তাহলে কী খুব একটা ভুল বলা হবে!

রাজ্যসভায় কৃষি বিল পেশ হয়েছিল আজ, রবিবার দুপুরে। তারপরেই উত্তপ্ত হয় রাজ্যসভা। বিরোধী বিক্ষোভে সভা মুলতবি হয়। ফের সভা শুরু করেই ডেপুটি চেয়ারম্যান ধ্বনি ভোটে বিল পাশ করান। যে বিল নিয়ে এত বিতর্ক, যে সভায় কেন্দ্রের সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই, সেই সভায় কোন যুক্তিতে ধ্বনি ভোটে বিল পাশ করা হল? ধ্বনি ভোট নেওয়ার প্রশ্নে সেই সময়ে চেয়ারে যিনি থাকবেন, তাঁর সিদ্ধান্তই শেষ কথা। কিন্তু রাজ্যসভায় গরিষ্ঠতা নেই জেনেও কেন ধ্বনি ভোট? যে বিজেপি সরকার নীতি-নৈতিকতার জ্ঞান আউড়ায় অহরহ, তারা পিছন দরজা দিয়ে বিল পাশ করাচ্ছে দেখতেও হাসি লাগে, অবাক লাগে। আসলে গোটা দেশকেই গুজরাত ভাবতে শুরু করেছে বিজেপি!

রাজ্যসভার সদস্য সংখ্যার চিত্রটা একবার দেখলে বিজেপিও বোধহয় লজ্জা পাবে। হিসাব বলছে, শুক্রবার ২০ সেপ্টেম্বর রাজ্যসভায় ম্যাজিক ফিগার ছিল ১২২। রাজ্যসভায় বিজেপি সাংসদ ৮৬। অকালি দল এনডিএওতে থাকলেও ভোট দেবে না। মন্ত্রী পদত্যাগ করেছে কেন্দ্র থেকে। তাদের ৩জন সাংসদ ভোট না দিলেও শিবসেনা এনডিএ থেকে বেরিয়ে এসেও বিলে সমর্থন করবে জানায়। তাদের ৩ সাংসদ বিজেপির পক্ষে। বিলের বিরুদ্ধে টিআরএসের ৭ সাংসদ। সমর্থন দেওয়া নিয়ে কথা এগোয় এআইএডিএমকের ৯ সাংসদ, ওয়াইএসআর-এর ৬ সাংসদ ও বিজেডির ৯ সাংসদের সঙ্গে। ধরে নেওয়া গেল এই এই তিন দলের সমর্থন বিজেপি পেতো। তা সত্ত্বেও দেখা যাচ্ছে বিজেপি ম্যাজিক ফিগার থেকে (৮৬+৩+৯+৬+৯ =১১৩) থেকে ১২২-১১৩= ৯টি ভোটে পিছিয়ে। এই অবস্থায় কোন যুক্তি এবং সংসদের কোন ক্ষমতাবল প্রয়োগ করে ধ্বনি ভোটে পাশ হলো কৃষি বিল?

গণতন্ত্র বা সংসদীয় রীতিনীতি নিয়ে বিজেপি যাই বলুক যুক্তি সাজানো মুশকিল। সত্যিই তো গণতান্ত্রিক কাঠামোকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখানো হয়েছে রবিবার। এরপর কেউ যদি বলে মোদিজি গুজরাত বানাচ্ছেন দেশটাকে, সেটা কী খুব একটা ভুল বলা হবে?

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version