স্বমহিমায় ফিরে নতুন মুখের বিপরীতে দীপিকা

চলতি বছর জানুয়ারিতে মুক্তি পেয়েছিল ‘ছপাক’। এখনও পর্যন্ত সেটাই শেষ ছবি। ছবি নিয়ে দর্শকদের আগ্রহ থাকলেও, শেষমেষ বক্স অফিসে তেমন লাভ করেনি ‘ছপাক’। ছবির মূল চরিত্রকে তুলে ধরতে দীপিকার লুক বিকৃতিও হয়েছিল। শকুন বত্রার আগামী ছবিতে নিজের আসল রূপ নিয়ে ফিরছেন দীপিকা পাডুকোন। অভিনেত্রীর বিপরীতে এবার দেখা যাবে নতুন মুখ ধৈর্য করওয়াকে।

ভাইরাস সংক্রমণের জেরে বদল হয়েছে ছবির লোকেশন। শ্রীলংকার বদলে শুটিং হবে গোয়াতে। দীপিকা, ধৈর্য ছাড়াও ছবিতে অভিনয় করছেন, সিদ্ধান্ত চতুর্বেদী এবং অনন্যা পাণ্ডে। তবে বলিউডের নতুন না ধৈর্য করওয়া। উরি-দ্য সার্জিকাল স্ট্রাইক’-এ দেখা গিয়েছে মডেল-অভিনেতাকে। কবীর খানের ‘এইটিথ্রি’ ছবিতে রবি শাস্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। যদিও নতুন ছবির বিষয় নিয়ে অবশ্য এখনই মুখ খুলতে নারাজ অভিনেতা-অভিনেত্রীরা। শোনা যাচ্ছে, প্রেমের সম্পর্কই গল্পে প্রাধান্য পাবে। বলাই বাহুল্য সেক্ষেত্রে দর্শকদের নজর থাকবে জুটির রসায়নের দিকে।

আরও পড়ুন : অঙ্কিতা বা রিয়া না, সময় কাটানোর জন্য সুশান্তের পছন্দ ছিল অন্য কেউ