Thursday, August 21, 2025

মুর্শিদাবাদ থেকে ধৃত ৬ ও কেরলের এরনাকুলাম থেকে ধৃত ৩ সক্রিয় আল-কায়দা জঙ্গিকে লাগাতার জেরা করে এবার হাড়হিম করা তথ্য উঠে এলো NIA গোয়েন্দাদের হাতে। “আলকায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট” বা “আকিজ” (AQIS)। যার প্রধান লক্ষ্য, “ইসলামিক উপমহাদেশ”। অর্থাৎ, ভারতীয় উপমহাদেশকে
ইসলামিক উপমহাদেশ প্রতিষ্ঠা করাই ছিল আল-কায়দা জঙ্গিদের উদ্দেশ্য।

সূত্রের খবর, NIA দুঁদে গোয়েন্দারা জানতে পেরেছেন ভারতে বড়সড় নাশকতার ছক কষেছিল আল-কায়দার ভারতীয় উপমহাদেশীয় শাখা, যার নাম “Al-Qaeda In The Indian Subcontinent” (AQIS)। আর সেই কারণেই তারা হোম রিক্রুট শুরু করেছিল। যারা এদেশের নাগরিক। এখানকার সবকিছুই যাদের নখদর্পণে। সেক্ষেত্রে “মিশন” অনেকে সহজেই সফল করা যাবে এবং “লোকাল বয়”-দের উপর সন্দেহ কম হবে।

জেরার উঠে এসেছে, আল কায়দার ভারতীয় উপমহাদেশীয় শাখার লক্ষ্য ছিল– পাকিস্তান, আফগানিস্তান, ভারত, মায়ানমার ও বাংলাদেশ মিলিয়ে বৃহৎ ইসলামিক রাষ্ট্র গঠন। সেখানেই নাশকতা করে সরকারের উপর চাপ তৈরি করাই ছিল উদ্দেশ। এদেশে তাদের মিশনকে সফল করতে ধৃত জঙ্গিরা ইতিমধ্যেই কাশ্মীর ও দিল্লির একাধিক জায়গায় রেইকি করেছে। ভারতে ঠিক কতটা জাল বিস্তার করেছে আলকায়দা? সেটাই এখন ভাবাচ্ছে তদন্তকারীদের।

এদিকে পশ্চিমবঙ্গের দুই জেলা মুর্শিদাবাদ ও মালদায় ভাবাদর্শকে প্রচারকে অন্য একটা মাত্রা দিতে চাইছিল এই জঙ্গি সংগঠন। মূলত, এই দুই জেলার গরিব ও নিম্নবিত্ত যুবকদের দলে টানাই ছিল লক্ষ্য। সেই কারণে একটি বিশেষ “জঙ্গি পোর্টাল” খোলা হয়েছিল বলে চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছে NIA. সবচেয়ে চিন্তার বিষয়, পাকিস্তান থেকে পোর্টাল তৈরির নির্দেশ আসার পর নয়া ফর্মুলা নেয় হ্যান্ডলাররা। বুদ্ধিজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার-সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত মানুষদের টানতে হবে। এমনকি, আইইডি বিস্ফোরক তৈরির জন্য কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের দলে টানতে চাইছে এই মডিউল। যা নিয়ে উদ্বিগ্ন গোয়েন্দারা।

আরও পড়ুন-BSF-এর বিশেষ বিমানে ধৃত ৬ জঙ্গিকে আজ দিল্লি নিয়ে যাচ্ছে NIA

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version