Sunday, November 9, 2025

৮ সাংসদের সাসপেন্ডের জেরে দফায় দফায় মুলতুবি রাজ্যসভার অধিবেশন

Date:

৮ সংসদের সাসপেনশনের জেরে দফায় দফায় মুলতুবি রাজ্যসভার অধিবেশন। রবিবার রাজ্যসভায় গোলমালের জেরে দুই তৃণমূল সাংসদ-সহ আট সাংসদকে বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড করেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। এদিন, অধিবেশনের শুরুতে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংয়ের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল, তা খারিজ করে দেন চেয়ারম্যান। তিনি বলেন, সংবিধানের ৯০ ধারার অধীনে সেই প্রস্তাব গ্রহণযোগ্য নয়। অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছিলেন তৃণমূল, কংগ্রেস, ডিএমকে, সিপিআই, আপ, এনসিপি, টিআরএস, জেডিএস, আরজেডি-সহ বিভিন্ন বিরোধী দলের সাংসদরা।
তারপর আট সাংসদকে সাসপেন্ড করার জন্য প্রস্তাব উত্থাপন করা হয়। ধ্বনিভোটে সেই প্রস্তাব পাশ হয়ে যায়। তারপর ওই আট সাংসদকে সাসপেন্ড করে দেওয়া হয়। তাঁরা হলেন –
ডেরেক ওব্রায়েন- তৃণমূল সাংসদ
দোলা সেন- তৃণমূল সাংসদ
সঞ্জয় সিং- আপ
রাজু সাতাব- কংগ্রেস
সইদ নাজির হুসেন-কংগ্রেস
রিপুন বোরা-কংগ্রেস
কে কে রাগেশ-সিপিআইএম
ইলামারান করিম-সিপিআইএম

তাঁদের কক্ষ ছেড়ে যাওয়ার নির্দেশ দেন বেঙ্কাইয়া নাইডু। কিন্তু ওই সাংসদরা কক্ষ ছেড়ে যাননি। উল্টে নতুন করে প্রতিবাদ শুরু হয়। ভোট নেওয়ার দাবি জানান বিরোধী সাংসদরা। কিন্তু সেই দাবিও খারিজ হয়ে যায়। সাময়িক স্থগিত করে দেওয়া হয় অধিবেশন।
কিছুক্ষণ পর আবার অধিবেশন শুরু হলেও সাসপেন্ড সাংসদরা কক্ষ ছেড়ে যাননি। সেই সময় রাজ্যসভার সভাপতিত্ব করছিলেন হরিবংশ। আট সাংসদকে কক্ষ ছেড়ে যাওয়ার জন্য নির্দেশ দিতে থাকেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। মাত্র ছ’মিনিট চলে অধিবেশন চলার পরে তারপর ফের মুলতুবি হয়ে যায় অধিবেশন।

ফের সংসদের অধিবেশন শুরু হলে অধিবেশন কক্ষের মধ্যেই ধর্নায় বসেন আপ সাংসদ সঞ্জয় সিং। শেষ পর্যন্ত দিনের মতো মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভার অধিবেশন।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version