Saturday, May 3, 2025

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরদ যাদব ভেন্টিলেটরে, অবস্থা আশঙ্কাজনক

Date:

প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী, JD(U)-র প্রাক্তন নেতা, লোকতান্ত্রিক জনতা দলের প্রধান শরদ যাদব গুরুতর অসুস্থ। ৭৫ বছর বয়সের প্রবীণ এই রাজনীতিকের রবিবার থেকে প্রবল শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। চিকিত্‍‌সকদের পরামর্শে তাঁকে ভেন্টিলটরে রাখতে হয়েছে। অসুস্থতার কারণে গত কয়েক দিন ধরেই দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি রয়েছেন বিহারের প্রবীণ এই রাজনীতিক। ঠিক কোন কারণে শরদ যাদবের শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছে, তা হাসপাতালের তরফে জানানো হয়নি।

এদিকে জানা গিয়েছে, দিনকয়েক আগে, এই অসুস্থতার মধ্যেই JD(U) প্রধান বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে ফোনে কথা হয়েছে শরদ যাদবের। শরদের অসুস্থতার খবর জেনে ফোন করেছিলেন নীতীশ’ই। এই ফোনালাপের পরই বিহারের প্রবীণ এই রাজনীতিককে ঘিরে জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, ফের JD(U)–তে ফিরতে পারেন শরদ যাদব। শরদ যাদব দীর্ঘ সময় বিহারের ক্ষমতাসীন JD(U)-র জাতীয় সভাপতি ছিলেন। পরে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার দলের জাতীয় সভাপতি নির্বাচিত হলে, শরদ যাদব JD(U) ছেড়ে ২০১৮ সালে ‘লোকতান্ত্রিক জনতা দল’ গঠন করেন।নীতীশ কুমারের মহাজোটের প্রকাশ্যে বিরোধিতা করার জন্যই ২০১৭ সালে তাঁকে রাজ্যসভার JD(U)-র দলনেতার পদ থেকে সরিয়েও দেওয়া হয়।
শরদ যাদব লোকসভায় সাত বার এবং রাজ্যসভায় তিন বার নির্বাচিত হয়েছেন। অটলবিহারী বাজপেয়ীর সরকারের খাদ্য ও উপভোক্তা মন্ত্রক এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের দায়িত্ব পালন করেছেন।

বিহারে নির্বাচনের আগে রাজ্যের একাধিক সমস্যা নিয়ে জর্জরিত নীতীশ কুমার। এই সময় পুরনো বিশ্বস্ত সৈনিক যদি JD(U)–তে প্রত্যাবর্তন করেন, তা হলে রাজনৈতিক দিক থেকে লাভবানই হবেন নীতীশ।

Related articles

বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা বাংলার পরিযায়ী শ্রমিকদের! শাহকে চিঠি সাংসদ সামিরুলের

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও বৈষম্যের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন...

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...
Exit mobile version