Saturday, August 23, 2025

রাতের শহরে দুই রূপান্তরকামী ও তাঁদের সঙ্গীদের শ্লীলতাহানির অভিযোগে ধৃত পুলিশ আধিকারিক

Date:

রাতের শহরে দু’জন রূপান্তরকামী বা তৃতীয় লিঙ্গ ও কয়েকজন মহিলাকে কটূক্তি ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হল এক পুলিশ আধিকারিককে। ধৃতের নাম অভিষেক ভট্টাচার্য।

অভিযোগ, সাউথ ওয়েস্ট ট্রাফিক গার্ডে অতিরিক্ত ওসি পদে কর্মরত ওই আধিকারিক গতকাল, সোমবার রাতে বউবাজার থানা এলাকায় তৃতীয় লিঙ্গের দ’জন ও কয়েকজন মহিলাকে কটূক্তি করে বলে অভিযোগ।

নিগৃহীতরা পুলিশে অভিযোগ জানানোর কয়েক ঘণ্টা পরই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন- মাস্ক ও করোনা সচেতনতা কর্মসূচি বিজ্ঞান মঞ্চের

অভিযোগ ঠিক কী ছিল? জানা গিয়েছে, সোমবার রাত ৮টা নাগাদ ওই রূপান্তরকামী ও তাঁর দুই বান্ধবী দমদম এলাকায় ত্রাণ দিয়ে বাড়ি ফিরছিলেন। সেইসময়ই বউবাজার থানা এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ, চাঁদনি চকের কাছে একটি রেস্তোরাঁয় কফি খেতে গাড়ি দাঁড় করান তাঁরা। তখনই তাঁদের গাড়ির উপর চড়াও হন অভিযুক্ত অভিষেক ভট্টাচার্য। গাড়ির খোলা কাঁচ দিয়ে ওই রূপান্তরকামী মহিলার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত পুলিশ আদিকারিক। একাধিকবার বাধা দেওয়ার চেষ্টা করা হয় তাঁকে। তারপরেও অভিযুক্ত ওই রূপান্তরকামীদের দুই বান্ধবীর গায়ে হাত দেন। গাড়ি চালক বাধা দিতে গেলে তাঁকে মারধর করে হাতও ভেঙে দেয় অভিযুক্ত। এমনকি ওই রূপান্তরকামী ও তাঁর বন্ধুদের উদ্দেশে চুমু ছুঁড়তেও দেখা যায় তাঁকে।

এরপরই এই ঘটনায় ১০০ ডায়াল করে লালবাজারে অভিযোগ জানান নির্যাতিতারা। খবর যায় বউবাজার থানাতেও। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বউবাজার থানার পুলিশ। তাঁরাই ওই দুই রূপান্তরকামী ও তাঁর সঙ্গীদের নিয়ে বউবাজার থানায় যান। সেখানে এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন পশ্চিমবঙ্গ রূপান্তরকামী উন্নয়ন পর্ষদের সদস্য ওই রূপান্তরকামী। তারই ভিত্তিতে গ্রেফতার করা হয় অ্যাডিশনাল ওসি পদমর্যাদার ওই পুলিশ আধিকারিককে।

আরও পড়ুন- মোদি সরকারের পক্ষ নিয়ে রাজ্য সরকারকে বেনজির আক্রমণ রাজ্যপালের

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...
Exit mobile version