Sunday, August 24, 2025

নানা বিষয়ে সংঘাত ও মনোমালিন্য তীব্র হওয়ায় টাটা গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করল মিস্ত্রি পরিবার৷ ভারতের শিল্পমহলে এই দুই বিখ্যাত ব্যবসায়ী পরিবারের মধ্যে সম্পর্ক প্রায় ৭০ বছরের। কিন্তু গত কয়েক বছরে তা প্রায় তলানিতে এসে ঠেকেছে। অথচ একসময়ে রতন টাটার উত্তরসূরী হিসাবে টাটা গোষ্ঠীর কর্ণধার হন সাইরাস মিস্ত্রি। কিন্তু যোগ্যতা ও ধারাবাহিক ভুল সিদ্ধান্তের কারণ দেখিয়ে টাটা গোষ্ঠীর শীর্ষ পদ থেকে তাঁকে অপসারণের পরই আইনি লড়াই শুরু হয় টাটা ও মিস্ত্রিদের মধ্যে। আর এবার শেয়ার বিক্রি নিয়ে মতবিরোধ তীব্র হওয়ায় টাটাদের সঙ্গে সম্পর্ক ছেদের ঘোষণা করল মিস্ত্রি পরিবার।

সংখ্যালঘু শেয়ার হোল্ডারদের মধ্যে মিস্ত্রি পরিবারেরই সবথেকে বেশি অংশীদারিত্ব ছিল টাটা গোষ্ঠীতে৷ সম্প্রতি টাটাদের শেয়ারের বিনিময়ে বাজার থেকে ঋণ তোলার চেষ্টা করেছিল মিস্ত্রি পরিবার৷ তাতে কড়া আপত্তি জানায় টাটা পরিবার৷ এর পরেই টাটাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছে মিস্ত্রি পরিবার৷ মঙ্গলবারই সুপ্রিম কোর্টে টাটা সন্স-এর তরফে জানিয়ে দেওয়া হয়, মিস্ত্রি পরিবারের হাতে থাকা ১৮ শতাংশ শেয়ার কিনে নিয়ে তারা আর্থিক সঙ্কটে পড়া শাপুরজি-পালনজি গ্রুপকে ঋণ পরিশোধে সাহায্য করতে তৈরি৷ যদিও মিস্ত্রি পরিবার চেয়েছিল, তাদের হাতে থাকা টাটাদের শেয়ার বাজারে ছেড়ে তার বিনিময়ে মূলধন জোগাড় করতে৷ কিন্তু টাটাদের মতে, এই পদক্ষেপ ঝুঁকিপূর্ণ হতে পারে৷ কারণ যাঁরা ওই শেয়ার হাতে নিয়ে টাটা গোষ্ঠীতে বিনিয়োগ করবে, তাঁরা সম্পূর্ণ আস্থাযোগ্য নাও হতে পারে টাটাদের কাছে৷ এই যুক্তি দেখিয়েই মিস্ত্রি পরিবারের হাতে থাকা শেয়ার বাজারে ছাড়ার বদলে কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছে টাটারা৷ এরপরই এক বিবৃতিতে শাপুরজি-পালনজি গোষ্ঠী জানিয়েছে, গুরুত্বপূর্ণ মূলধন জোগাড়ের পথ আটকে দিয়ে টাটা সন্স তাদের প্রতিহিংসামূলক মনোভাবকে আরও একবার স্পষ্ট করে দিয়েছে৷ শাপুরজি-পালনজির সঙ্গে টাটাদের ৭০ বছরের সম্পর্ক পারস্পরিক বিশ্বাস, আস্থা এবং বন্ধুত্বের উপরে নির্ভরশীল ছিল৷ কিন্তু এখন এই সম্পর্কে আঘাত লেগেছে। তাই অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে মিস্ত্রি পরিবার মনে করছে, এরপর এই সম্পর্ক বিচ্ছিন্ন করা দু’ পক্ষের জন্যই মঙ্গল। তবে মিস্ত্রি পরিবারের এই বিবৃতি সম্পর্কে এখনও কোনও পাল্টা প্রতিক্রিয়া দেয়নি টাটারা।

আরও পড়ুন-বাড়ি ও খুচরো ঋণ পরিশোধে সাময়িক ছাড় এসবিআইয়ের

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version