Monday, May 5, 2025

সুশান্ত রাজপুতের মৃত্যুর পর একের পর এক তথ্য সামনে আসছে। জানা গিয়েছে মাদকযোগে এবার জিজ্ঞাসাবাদ করতে অভিনেত্রী দিয়া মির্জা এবং সোনাক্ষী সিনহাকে তলব করতে পারে এনসিবি। এর আগেই জিজ্ঞাসাবাদের জন্য দীপিকাকে সমন পাঠানো হবে বলে শোনা গিয়েছিল। হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্র ধরে তাঁর নাম উঠে আসে।

মাদক পাচারকারী অঙ্কুশ আর অনুজ কেশওয়ানিকে জেরার সময়ই দিয়ার নাম উঠে এসেছে বলে জানিয়েছেন এনসিবি তদন্তকারীরা। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো সূত্রে খবর, ২০১৯ সাল থেকেই চলছে এই মাদক আদানপ্রদানের কাজ। মাদকযোগে দিয়ার নাম উঠে আসায় ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘‘কুঅভিসন্ধি নিয়ে আমার বিরুদ্ধে মাদক সেবন ও জোগাড় করার অভিযোগ করা হচ্ছে। এই ধরনের অভিযোগ আমার কেরিয়ারে খারাপ প্রভাব ফেলতে পারে। যা আমি অনেক বছর ধরে কঠোর পরিশ্রম করে তৈরি করেছি।’’ অভিনেত্রী দীপিকা পাডুকোনের পাশাপাশি মাদকযোগের ঘটনায় নাম জড়িয়েছে সারা আলি খান, রকুল প্রীত সিং ও শ্রদ্ধা কাপুরের। সূত্রের খবর, চলতি সপ্তাহে প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠাবে সিবিআই। দীপিকা পাডুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশকে সমন পাঠিয়েছে নারকোটিক কন্ট্রোল ব্যুরো। এই মামলায় ফের তলব করা হয়েছে সুশান্তের ম্যানেজার শ্রুতি মোদিকে। জিজ্ঞাসাবাদের জন্য আজ, বুধবার তলব করা হয়েছে প্রাক্তন ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহাকে।

মাদকযোগের অভিযোগে গত ৮ সেপ্টেম্বর অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করেছিল নারকোটিক কন্ট্রোল ব্যুরো। রিয়াকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। ৯ সেপ্টেম্বর বাইকুল্লা জেলে পাঠানো হয় সুশান্তের প্রাক্তন বান্ধবীকে। পরপর দু’বার জামিনের আবেদন করলেও, তা খারিজ করে দেয় আদালত। মঙ্গলবার সেই মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। আদালতের নির্দেশে ফের রিয়ার জেলে থাকার মেয়াদ বেড়েছে। একইসঙ্গে রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী সহ ৬ জনের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদও বেড়েছে। আগামী ৬ অক্টোবর পর্যন্ত রিয়াকে থাকতে হবে বাইকুল্লা জেলে।

আরও পড়ুন-মাদক মামলায় নাম উঠে এলো দীপিকার! সমন পাঠাচ্ছে NCB

Related articles

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সহ অধিনায়ক হবেন না জসপ্রীত বুমরাহ

আগামী ২০ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে(WTC) যাত্রা শুরু করবে ভারত। ইংল্যান্ডের(England) বিরুদ্ধে তাদের ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট...

ভার্চুয়াল শুনানিতেই গ্রেফতার! জেলবন্দি অবস্থায় ‘হত্যায়’ আবার জেলে চিন্ময়কৃষ্ণ দাস

সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের যে কোনওভাবেই মাথা তুলে দাঁড়াতে দেবেন না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস (Mohammed Yunus),...

সব জায়গায় সব মন্দির আছে, বিজেপি-র এত রাগ কেন: জগন্নাথধাম নিয়ে মোক্ষম জবাব মমতার

পুরীর মন্দিরকে সম্মান করি। সব জায়গায় সব মন্দির আছে। দিঘায় জগন্নাথমন্দির নিয়ে বিজেপির কটাক্ষের মোক্ষম জবাব দিলেন মুখ্যমন্ত্রী...

রিষড়ার সাউভাই দ্রুত ফিরে আসুন: বিএসএফ জওয়ানের জন্য অপেক্ষা মুখ্যমন্ত্রীর

১২ দিন অতিক্রান্ত হলেও বাংলার বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ নরেন্দ্র মোদি সরকার। এমনকি রবিবার...
Exit mobile version