Thursday, August 28, 2025

ভোটের লক্ষ্য স্থির করতে নাড্ডার সঙ্গে বাংলার বিজেপি নেতাদের বৈঠক

Date:

বিজেপি সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠকে বসলেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। দিল্লিতে বিজেপির সদর দফতরে বৈঠক। আজ বাংলার সাংসদদের সঙ্গে নাড্ডার বৈঠকেরও কথা রয়েছে।

এই নিয়ে টানা তিনদিন বৈঠক করলেন বাংলার বিজেপি নেতৃত্ব৷ বিগত দুদিন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দিল্লির বাসভবনেই বৈঠক হয়। আলোচনার মূল বিষয় অবশ্যই রাজ্যের আগামী বিধানসভা ভোট। সেই সঙ্গে কোন কোন বিষয়গুলিকে সামনে রেখে আন্দোলন করা হবে, সে নিয়ে কথা হয়। কেন্দ্রের অনুদান কাজে না লাগানো, রাজ্যে জঙ্গিদের ডেরা, পুলিশে রাজনীতিকরণ, উন্নয়নে ব্যর্থতা সহ নানা বিষয়কে সামনে রাখা হবে বলে জানানো হয়েছে।

গোষ্ঠীদ্বন্দ্ব হলে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত যেমন এই বৈঠকে হয়েছে, পাশাপাশি ব্যক্তিগত কোনও কেলেঙ্কারিতে যাতে কেউ না জড়িয়ে পড়েন, সে নিয়ে সতর্ক করা হয়েছে।

এইসব বিষয়গুলির দিকে নজর দেওয়ার পাশাপাশি উত্তরবঙ্গের উপর ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, উত্তরবঙ্গের জেলায় বিজেপির ৬০টির বেশি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। শাসক দলের মাজা ভেঙে গিয়েছে। এই সময়েই আঘাত করতে হবে। দক্ষিণবঙ্গে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ার উপর নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে আজ এ নিয়েই নিজেদের বক্তব্য জানাবেন নেতৃত্ব। বৈঠকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছাড়াও রয়েছেন দিল্লির পক্ষে শিব প্রকাশ, অরবিন্দ মেনন, কৈলাশ বিজয়বর্গী, রাহুল সিনহা ও মুকুল রায়।

আরও পড়ুন-‘রাজ্যে অবাধ ভোটের পরিস্থিতি নেই’, অমিত শাহকে দিলীপ ঘোষের চিঠি

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version