Sunday, August 24, 2025

অন্য দল থেকে বিজেপিতে আসা নেতাদের ‘বিশ্বাসঘাতক’ বললেন তথাগত রায়

Date:

একেই বলে ‘কার্পেট- বম্বিং’ !

“তৃণমূল বা অন্য দল থেকে বিজেপিতে আসা লোকজন যে কোনও মুহুর্তে বিশ্বাসঘাতকতা করতে পারেন। একুশের ভোটের আগে এদের থেকে সাবধান থাকতে হবে৷”

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের একান্ত সাক্ষাৎকারে বিস্ফোরক এই মন্তব্য করেছেন সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়া তথাগত রায়৷ তাঁর এই মন্তব্যে কার্যত ‘সন্দেহভাজন’ হয়ে গেলেন তৃণমূল, সিপিএম বা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতারা।

এখানেই না থেমে বঙ্গ- বিজেপির প্রাক্তণ সভাপতি তথাগত রায় বলেছেন:

◾অন্য দল থেকে আসা নেতারা সৎ উদ্দেশ্যে বিজেপিতে আসেননি৷

◾মুর্শিদাবাদ থেকে NIA ৯ জন সন্দেহভাজন আল কায়েদার জঙ্গিকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে একজন না’কি পুলিশ বা আধাসামরিক বাহিনীতে ঢোকার চেষ্টা চালাচ্ছিল। বিজেপিতেও একইভাবে ‘অনুপ্রবেশ’ করছে অন্য দলের নেতারা।

◾দলের উচিত যারা বিজেপিতে যোগ দিতে চাইছেন, তাদের জন্য পরীক্ষার ব্যবস্থা করা। এরা কোথা থেকে এসেছেন, সেদিকেই আসল নজর দেওয়া উচিত।

◾আমি বিজেপিতে যোগ দেওয়া মুসলিম নেতৃবৃন্দের উদ্দেশ্যে এ সব কথা বলছি না।

◾২০১৯ সালের লোকসভা নির্বাচনের পরে যাঁরা অন্য রাজনৈতিক দল থেকে বিজেপিকে যোগ দিয়েছেন, তাঁদের কথাই বলতে চাইছি। তাঁরাই যে কোনও মুহুর্তে দলের সঙ্গে বেইমানি করতে পারেন।

◾২০১৯ সালের লোকসভা ভোটের পর থেকে রাজ্য বিজেপিতে বেনোজল ঢুকতে শুরু করেছে।

◾কিছু মানুষের সৎ উদ্দেশ্যে বিজেপিতে আসেননি৷

◾একুশের ভোটে বিজেপির ক্ষমতায় আসার সুযোগ রয়েছে বলেই এরা বিজেপিতে যোগ দিয়েছে৷

◾ক্ষমতার অলিন্দে থাকার জন্যই অন্য দলের বেশ কিছু নেতা বেনোজলের মতো ঢুকে পড়ছে দলে।

◾আমাদের দলে এখন শুদ্ধিকরণ দরকার। নতুন যোগদানকারীদের জন্য পরীক্ষার ব্যবস্থাও করা দরকার”।

◾বিজেপির কিছু নেতার সংকীর্ণতার কারণেই কিছু বিজেপি বিরোধী দল ফায়দা লুটছে। এরা দলের সাথে বেইমানি করতে পারে। দলের শীর্ষস্তরের উচিত এই ধরনের নেতা ও কর্মীদের দল থেকে তাড়িয়ে দেওয়া৷

আরও পড়ুন- বাড়ি ও খুচরো ঋণ পরিশোধে সাময়িক ছাড় এসবিআইয়ের

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version