Friday, August 22, 2025

ফ্রান্সের যুদ্ধ বিমান রাফাল কেনার সময় নির্মাতা ফরাসি সংস্থা দাসো যে প্রতিশ্রুতি দিয়েছিল তা তারা এখন মানছে না বলে অভিযোগ করল ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা সিএজি। সিএজি-র অভিযোগ, ২০১৫ সালে ৩৬ টি রাফাল কেনার প্রস্তাব দেওয়ার সময় ভারত সরকারকে দাসো প্রতিশ্রুতি দিয়ে বলেছিল, তাদের উন্নত প্রযুক্তির ৩০ শতাংশ তারা প্রতিরক্ষা মন্ত্রকের আওতায় থাকা গবেষণা সংস্থা ডিআরডিও-র হাতে তুলে দেবে। কিন্তু রাফাল বিক্রির পর এখন তারা প্রতিশ্রুতিমত উন্নত প্রযুক্তি ডিআরডিওকে আর দিতে চাইছে না।

প্রসঙ্গত, রাফাল ফাইটার জেট নির্মাতা সংস্থা ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের সঙ্গে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি হয়েছিল ভারতের। তার মধ্যে প্রথম দফায় পাঁচটি রাফাল চলে এসেছে দেশে। কিন্তু রাফাল নির্মাতা দাসো চুক্তির শর্ত এখনও পুরোপুরি পালন করেনি বলে এবার অভিযোগ তুলল দেশের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল।

বুধবার সংসদের বাদল অধিবেশনে সিএজি-র তরফে জানানো হয়, দাসো অ্যাভিয়েশন ও এমবিডিএ চুক্তি করেছিল যে রাফাল যুদ্ধবিমানের পাশাপাশি উন্নত প্রযুক্তি দিয়েও সাহায্য করা হবে ভারতের প্রতিরক্ষা বিষয়ক গবেষণা সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনকে (ডিআরডিও)। কিন্তু সেই চুক্তির শর্ত তারা পালন করেনি। সিএজি-র অভিযোগ, দাসো বলেছিল যুদ্ধাস্ত্র তৈরির প্রযুক্তি, উন্নত যন্ত্রপাতি ও অন্যান্য প্রযুক্তিগত সুবিধা দিয়ে নানা সময় ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থাকে সাহায্য করবে। কিন্তু রাফাল চুক্তির পরে এখন ফরাসি সংস্থা দাসোর সেই দায়বদ্ধতা আর দেখা যাচ্ছে না, যা চুক্তি ভঙ্গের সামিল। সিএজি এই বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রককে আরও সক্রিয় হয়ে হস্তক্ষেপের পরামর্শ দিয়েছে। ঘটনাচক্রে এই রাফাল চুক্তি নিয়ে শুরু থেকে মোদি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

 

Related articles

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...

স্বপ্নভঙ্গ নয়, মুক্তির লড়াই: জাতীয় স্তরের রেফারি হলেন গোপীবল্লভপুরের মনি খিলাড়ি

এ গল্প কোনো স্বপ্নভঙ্গের নয়, বরং শৃঙ্খল ভাঙার গল্প। কনকনে শীতের রাতে বাড়ি থেকে পালিয়ে নিজের বিয়ে ভেঙে...
Exit mobile version