Sunday, May 4, 2025

ট্রাকে করে শ্বশুরবাড়িতে যাবে বিয়ের উপহার, তবেই না বিয়ের আনন্দ, জানালেন দেবলীনা কুমার

Date:

বিয়ে নিয়ে সব মেয়েরই নানান স্বপ্ন থাকে। সাজগোজ, গা ভর্তি গয়না, খাওয়া দাওয়া, প্রচুর গিফ্টস, হই হুল্লোড় অনেক কিছু। কিন্তু করোনা আবহে সেসব একপ্রকার বিসর্জন দিতে হয়েছে।

যদিও এরই মধ্যে বিয়ে সেরেছেন অনেকেই। কিন্তু সেই পথে হাঁটতে নারাজ অভিনেত্রী দেবলীনা কুমার। তাঁর কথায়, ” আমার বিয়েতে অনেক লোক আসবে। গা ভর্তি গয়না পরব। প্রচুর উপহার চাই আমার। এ ভাবে একা একা বিয়ে নয়।’’ তবে এটুকুতেই থেমে থাকেননি তিনি। তাঁর আরও সংযোজন, সেই সব উপহার ট্রাকে করে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে যাবে। একটা একটা করে মোড়ক খুলবেন নিজের হাতে। দেখবেন, কে, কী দিয়েছেন! তবে না বিয়ের আনন্দ?

সম্প্রতি একটি জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নং à§§’ -এর ১০ বছর পূর্তি উপলক্ষ্যে অতিথি হয়ে এসেছিলেন দেবলীনা। সেখানেই সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁর আক্ষেপ, করোনা না হলে, এই বছরের শেষেই বিয়ে হয়ে যেত তাঁর।

মজা করে দেবলীনা জানান, লকডাউনে অনেক কাজ শিখেছেন তিনি। আগে নুন আর চিনি ছাড়া যেখানে কিছুই চিনতেন না, সেখানে এখন নিয়মিত রান্না করছেন।
দেবলীনা জানালেন, বাড়িতে বোর ফিল হলেই নিজেই ড্রাইভ করে পৌঁছে যেতেন গিরিশ মুখার্জি রোডে মহানায়ক উত্তম কুমারের বাড়িতে। এরপরই আসল মারাত্মক বোমা। তিনি বলে বসলেন, ” আমার তো কোনও ভাই-বোন নেই। এক সঙ্গে থাকতে থাকতে গৌরব নাকি ‘ভাই’ হয়ে গিয়েছেন! বেশ খেলাধুলো করে সময় কাটানো যায়।” নায়িকার এই মন্তব্যে হাঁসিতে ফেটে পড়ে রিয়েলিটি শোয়ের সেট।

পরিস্থিতি ঠিক হলেই চার হাত এক হতে সময় লাগবে না। আর পাত্র তো রেডিই আছে। অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন ডেটিং করছেন দেবলীনা। যদিও গৌরব কিন্তু বিয়ে নিয়ে এখনও রা কাড়েননি!

আরও পড়ুন: আসছে ‘বিগ বস’ সিজন ১৪, ঘরের ভিতরেই রেস্তোরাঁ, শপিং মল, উত্তেজনার পারদ তুঙ্গে

Related articles

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...
Exit mobile version