Sunday, August 24, 2025

উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে করোনা পরিস্থিতির জেরে এক ধাক্কায় অনেকটাই কমেছে সোনার দাম। স্পট গোল্ডের দামে পতন দেখা গিয়েছিল বৃহস্পতিবার। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে কলকাতার বাজারে ১০ গ্রাম হলমার্ক গয়নার সোনার দাম ৪৯ হাজার টাকায় নেমে এসেছে। সোনার পাশাপাশি, একদিনে প্রতি কিলো রুপোর দাম কমেছে ২ হাজার টাকার বেশি।

গত ৪দিনে সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ২,৫০০ টাকা সস্তা হয়েছে৷ বৃহস্পতিবার সোনার দাম প্রতি ১০ গ্রামে ৬১৩ টাকা কমে ৪৯,৬৩৮ টাকা হয়ে গিয়েছে।

কলকাতা ও তার পার্শবর্তী এলাকার প্রতিদিনের সোনা-রুপোর বাজার দর কী হবে তা মূলত স্থির করে ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মারচেন্টস্ অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন। তাদের দেওয়া দরের উপরে ভিত্তি করে মূল্য স্থির করে শহর ও শহরতলির অধিকাংশ গয়নার দোকান। সংগঠনের দেওয়া তথ্য অনুযায়ী, গত বুধবার বিকেলে ২৪ ক্যারেট খাঁটি সোনার ১০ গ্রামের মূল্য ছিল ৫১ হাজার ৫০ টাকা। বৃহস্পতিবার বিকেলে তা কমে হয়েছে ৫০ হাজার ৪৫০ টাকা। বুধবার ২২ ক্যারেটের প্রতি ১০ গ্রাম গিনি সোনার দাম ছিল ৪৮ হাজার ৪৩০ টাকা। তা কমে হয়েছে ৪৭ হাজার ৮৬০ টাকা। আর ২২ ক্যারেট হলমার্ক গয়নার সোনার প্রতি ১০ গ্রামের দাম ৪৯ হাজার ১৬০ টাকা থেকে কমে হয়েছে ৪৮ হাজার ৫৮০ টাকা।

সোনার পাশাপাশি কমেছে রুপোর দামও। গত ২৩ সেপ্টেম্বর প্রতি কিলোগ্রাম রুপোর বারের দাম ছিল ৫৯ হাজার ৪২০ টাকা। এদিন তা কমে হয়েছে ৫৭ হাজার ১৮০ টাকা।

বর্তমানে সোনার দামের উপর সবচেয়ে বেশি মার্কিন ডলারের প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে৷ এই সপ্তাহে মার্কিন ডলার অনেকটাই মজবুত হওয়ায় দাম কমেছে সোনার।

আরও পড়ুন-নেটউড ওটিটি প্লাটফর্মে স্টার হান্ট, সুবর্ণ সুযোগ বিজয়ীদের

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version