Saturday, November 8, 2025

স্বপ্নের অপমৃত্যু, লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল হবু দম্পতির

Date:

আগামী বছরই বিয়ে হওয়ার কথা ছিল দুজনের। কিন্তু শনিবারের রাত সেই স্বপ্ন কেড়ে নিল। নিউটাউনে বিশ্ববাংলা গেটের পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তরুণ-তরুণীর। স্কুটি চেপে দুজন সল্টলেকের দিক থেকে চিনার পার্কের দিকে যাওয়ার সময় বিশ্ববাংলা গেটের নীচে দুর্ঘটনা ঘটে। বিধান নগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

পুলিশ সূত্রে খবর, মৃত তরুণের নাম দীপায়ন মুখোপাধ্যায় এবং তরুণীর নাম মেধা পাল। সল্টলেকের দিক থেকে চিনার পার্কের দিকে যাওয়ার সময় বিশ্ববাংলা গেটের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। বিশ্ব বাংলা গেটের নীচে তখন রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ওই দু’জন। সঙ্গে সঙ্গে তাঁদের নিয়ে যাওয়া হয়, বিধান নগর মহকুমা হাসপাতালে। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, ওই স্কুটির পিছনে একটি লরি আসছিল সেই লরি পিছন থেকে ধাক্কা মারে। দুজন ছিটকে পড়ে যান রাস্তায়। ধাক্কা মেরেই পালিয়ে যায় ওই লরি। সিসিটিভি ক্যামেরা দেখে লরির খোঁজ শুরু করেছে নিউটাউন থানার পুলিশ।

বরাহনগরের বাসিন্দা দীপায়ন মুখোপাধ্যায় পেশায় আইটি কর্মী। বরাহনগর স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন ছিলেন তিনি। খেলাধুলো বিশেষ করে ক্রিকেটের প্রতি দীপায়নের ঝোঁক ছোটবেলা থেকেই। বিরাটির বাসিন্দা তরুণীর নাম মেধা পাল। তিনিও আইটি কর্মী। বেঙ্গালুরুতে কর্মরত ওই তরুণী লকডাউনের কারণে বাড়িতে ফেরেন। এরপর বাড়ি থেকেই কাজ করছিলেন। পরিবার সূত্রে খবর, প্রতি শনিবার দুজনে ঘুরতে বেরোতেন। বাইরে খাওয়া দাওয়া করতেন তাঁরা একসঙ্গে। সেই মতো এদিনও দু’জন বেরিয়েছিলেন। খাওয়া দাওয়া সেরে বাড়ি ফেরার সময় দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন:Big Breaking: ইউজিসি-র গাইডলাইন মেনে ২ নভেম্বর থেকে রাজ্যে শুরু কলেজের ক্লাস

Related articles

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...
Exit mobile version