Sunday, November 9, 2025

স্বপ্নের অপমৃত্যু, লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল হবু দম্পতির

Date:

আগামী বছরই বিয়ে হওয়ার কথা ছিল দুজনের। কিন্তু শনিবারের রাত সেই স্বপ্ন কেড়ে নিল। নিউটাউনে বিশ্ববাংলা গেটের পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তরুণ-তরুণীর। স্কুটি চেপে দুজন সল্টলেকের দিক থেকে চিনার পার্কের দিকে যাওয়ার সময় বিশ্ববাংলা গেটের নীচে দুর্ঘটনা ঘটে। বিধান নগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

পুলিশ সূত্রে খবর, মৃত তরুণের নাম দীপায়ন মুখোপাধ্যায় এবং তরুণীর নাম মেধা পাল। সল্টলেকের দিক থেকে চিনার পার্কের দিকে যাওয়ার সময় বিশ্ববাংলা গেটের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। বিশ্ব বাংলা গেটের নীচে তখন রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ওই দু’জন। সঙ্গে সঙ্গে তাঁদের নিয়ে যাওয়া হয়, বিধান নগর মহকুমা হাসপাতালে। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, ওই স্কুটির পিছনে একটি লরি আসছিল সেই লরি পিছন থেকে ধাক্কা মারে। দুজন ছিটকে পড়ে যান রাস্তায়। ধাক্কা মেরেই পালিয়ে যায় ওই লরি। সিসিটিভি ক্যামেরা দেখে লরির খোঁজ শুরু করেছে নিউটাউন থানার পুলিশ।

বরাহনগরের বাসিন্দা দীপায়ন মুখোপাধ্যায় পেশায় আইটি কর্মী। বরাহনগর স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন ছিলেন তিনি। খেলাধুলো বিশেষ করে ক্রিকেটের প্রতি দীপায়নের ঝোঁক ছোটবেলা থেকেই। বিরাটির বাসিন্দা তরুণীর নাম মেধা পাল। তিনিও আইটি কর্মী। বেঙ্গালুরুতে কর্মরত ওই তরুণী লকডাউনের কারণে বাড়িতে ফেরেন। এরপর বাড়ি থেকেই কাজ করছিলেন। পরিবার সূত্রে খবর, প্রতি শনিবার দুজনে ঘুরতে বেরোতেন। বাইরে খাওয়া দাওয়া করতেন তাঁরা একসঙ্গে। সেই মতো এদিনও দু’জন বেরিয়েছিলেন। খাওয়া দাওয়া সেরে বাড়ি ফেরার সময় দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন:Big Breaking: ইউজিসি-র গাইডলাইন মেনে ২ নভেম্বর থেকে রাজ্যে শুরু কলেজের ক্লাস

Related articles

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...
Exit mobile version