Sunday, May 4, 2025

কৃষি বিলকে কেন্দ্র করে উত্তাল গোটা দেশ। সরব হয়েছে বিরোধী দলগুলি। রাস্তায় নেমে প্রতিবাদ করছেন কৃষকরা। এতকিছুর পরেও মাথানত করতে নারাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদের উভয় কক্ষের পাশে কৃষি বিলের পক্ষে, এদিনও ‘মন কি বাত’ অনুষ্ঠানে সওয়াল করলেন মোদি। বলেন, ‘আত্মনির্ভর ভারতে মূল ভূমিকা পালন করছেন কৃষকরা। এখন কৃষকরা তাদের নিজের ইচ্ছের মালিক। এখন থেকে কৃষকরা তাদের উৎপাদিত ফসল যেখানে ইচ্ছা সেখানেই বিক্রি করতে পারবেন। কৃষিপ্রধান ভারতে কৃষকরাই হল আত্মনির্ভরতার ভিত্তি।”

এদিন কৃষিবিলের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির কথায়, “আত্মনির্ভর ভারতে মূল ভূমিকা পালন করছেন কৃষকরা। এই বিল দেশের কৃষকদের স্বার্থ রক্ষা করতে সক্ষম হবে। দামের তুলনামূলক বিচার করে নিজের ইচ্ছায় কৃষকরা তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারবেন। এছাড়া প্রয়োজনে সহায়ক মূল্য পণ্য বিক্রির সুবিধা রয়েছে। যাঁরা সহজে ধরাশায়ী হন না, অতি বড় ঝঞ্ঝাতেও তাঁরা মাথা তুলে দাঁড়িয়ে থাকতে সফল হন। আমাদের কৃষকরা এই আপ্তবাক্যের শ্রেষ্ঠ উদাহরণ।”

এছাড়াও এদিন অতিমারির পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে পারিবারিক মেলবন্ধন দৃঢ়তর হয়েছে বলে দাবি করেন মোদি। তিনি জানান, “অতিমারির পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে পারিবারিক মেলবন্ধন যেমন দৃঢ়তর হয়েছে, তেমনই কিছু কিছু পরিবারের মূল্যবোধের অভাব ঘটেছে।”

এ প্রসঙ্গে তিনি তামিলনাড়ু ও কেরলের প্রাচীন কথকতার উল্লেখ করেন। বলেন, “দক্ষিণ ভারতের প্রাচীন ঐতিহ্যকে বলা হয় ভিল্লুপত্তু। প্রতি পরিবারের জন্য একটি বিষয় নির্বাচন করা হয়। সেই বিষয় হতে পারে কোনও সাহসিকতা, করুণা, গৌরব এমনকী কোভিড-ও।”

‘মন কি বাত’ অনুষ্ঠানের শেষে ২৮ সেপ্টেম্বর শহীদ ভগৎ সিংয়ের জন্মদিবস উপলক্ষ্যে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন-স্মার্ট মিটার লাগালে তবেই মিলবে বিদ্যুতের কানেকশন, নয়া নিয়ম কেন্দ্রের

Related articles

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

৪ মে রবিবার ২০২৫১ গ্রাম        ১০ গ্রামপাকা সোনার বাট       ৯৩৯০ ₹    ৯৩৯০০...

আইরিশ গাল্রফ্রেন্ডের সঙ্গে নতুন পথ চলা শুরু শিখর ধওয়ানের

নতুন সম্পর্কের পথে চলা শুরু শিখর ধওয়ানের(Shikhar Dhawan)। হ্যাঁ কয়েকদিন আগে তিনি নিজেই সোশ্যাল মিডিয়াতে সেই কথা জানিয়ে...

রাষ্ট্রপতি শাসন! রাজ্যপালের সামশেরগঞ্জ-রিপোর্ট বিজেপি-কে খুশি করতে, তোপ তৃণমূলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির প্রায় একমাস পার। জনজীবন স্বাভাবিক করে স্থানীয় মানুষ নিত্যদিনের কাজ থেকে ব্যবসা বাণিজ্য স্বাভাবিক করেছে।...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৪ মে (রবিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version