Saturday, August 23, 2025

আত্মনির্ভর ভারতে মূল ভূমিকা পালন করছেন কৃষকরা : ‘মন কি বাত’এ মোদি

Date:

কৃষি বিলকে কেন্দ্র করে উত্তাল গোটা দেশ। সরব হয়েছে বিরোধী দলগুলি। রাস্তায় নেমে প্রতিবাদ করছেন কৃষকরা। এতকিছুর পরেও মাথানত করতে নারাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদের উভয় কক্ষের পাশে কৃষি বিলের পক্ষে, এদিনও ‘মন কি বাত’ অনুষ্ঠানে সওয়াল করলেন মোদি। বলেন, ‘আত্মনির্ভর ভারতে মূল ভূমিকা পালন করছেন কৃষকরা। এখন কৃষকরা তাদের নিজের ইচ্ছের মালিক। এখন থেকে কৃষকরা তাদের উৎপাদিত ফসল যেখানে ইচ্ছা সেখানেই বিক্রি করতে পারবেন। কৃষিপ্রধান ভারতে কৃষকরাই হল আত্মনির্ভরতার ভিত্তি।”

এদিন কৃষিবিলের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির কথায়, “আত্মনির্ভর ভারতে মূল ভূমিকা পালন করছেন কৃষকরা। এই বিল দেশের কৃষকদের স্বার্থ রক্ষা করতে সক্ষম হবে। দামের তুলনামূলক বিচার করে নিজের ইচ্ছায় কৃষকরা তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারবেন। এছাড়া প্রয়োজনে সহায়ক মূল্য পণ্য বিক্রির সুবিধা রয়েছে। যাঁরা সহজে ধরাশায়ী হন না, অতি বড় ঝঞ্ঝাতেও তাঁরা মাথা তুলে দাঁড়িয়ে থাকতে সফল হন। আমাদের কৃষকরা এই আপ্তবাক্যের শ্রেষ্ঠ উদাহরণ।”

এছাড়াও এদিন অতিমারির পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে পারিবারিক মেলবন্ধন দৃঢ়তর হয়েছে বলে দাবি করেন মোদি। তিনি জানান, “অতিমারির পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে পারিবারিক মেলবন্ধন যেমন দৃঢ়তর হয়েছে, তেমনই কিছু কিছু পরিবারের মূল্যবোধের অভাব ঘটেছে।”

এ প্রসঙ্গে তিনি তামিলনাড়ু ও কেরলের প্রাচীন কথকতার উল্লেখ করেন। বলেন, “দক্ষিণ ভারতের প্রাচীন ঐতিহ্যকে বলা হয় ভিল্লুপত্তু। প্রতি পরিবারের জন্য একটি বিষয় নির্বাচন করা হয়। সেই বিষয় হতে পারে কোনও সাহসিকতা, করুণা, গৌরব এমনকী কোভিড-ও।”

‘মন কি বাত’ অনুষ্ঠানের শেষে ২৮ সেপ্টেম্বর শহীদ ভগৎ সিংয়ের জন্মদিবস উপলক্ষ্যে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন-স্মার্ট মিটার লাগালে তবেই মিলবে বিদ্যুতের কানেকশন, নয়া নিয়ম কেন্দ্রের

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...
Exit mobile version