Tuesday, November 11, 2025

অনুব্রতকে খুনের হুমকি কাণ্ডে ধৃত নেতার বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

Date:

”ধর্মের কল বাতাসে নড়ে!” বলছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের অনুগামীরা। কারণ, কিছুদিন আগে তাঁদের প্রিয় নেতাকে যিনি হুমকি দিয়েছিলেন, কলার ধরার কথা বলেছিলেন, দলেরই সেই বিক্ষুব্ধ নেতা নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে এবার পুলিশ উদ্ধার করলো বেশকিছু আগ্নেয়াস্ত্র। যিনি অবশ্য এখন শ্রীঘরে।

জানা গিয়েছে, নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের ঘর থেকে একটি দো’নলা বন্দুক এবং একটি ৬ এমএম পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সঙ্গে উদ্ধার হয়েছে দু’টি কার্তুজ।

বর্ধমান আদালতে তোলার পর বিচারক নিত্যানন্দকে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। সূত্রের খবর, এরপর পুলিশি জেরায় নিত্যানন্দবাবু স্বীকার করেন তাঁর বাড়িতে আগ্নেয়াস্ত্র আছে। তার বয়ান অনুসারে তল্লাশি চালিয়ে, আলমারির লকারে পিস্তল এবং দেওয়াল আলমারি থেকে দো’নলা বন্দুক উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, দু’টি বন্দুকই লাইসেন্সপ্রাপ্ত এবং নিত্যানন্দের নামেই লাইসেন্স রয়েছে। লাইসেন্স দু’টিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, দো’নলা বন্দুকটি নিত্যানন্দের বাবার আমলের। বাবার মৃত্যুর পর তার নামে লাইসেন্স পরিবর্তন হয়। অপরদিকে পিস্তলটির লাইসেন্স ১৯৮১ সালে পেয়েছিলেন নিত্যানন্দ চট্টোপাধ্যায়।

উল্লেখ্য, সম্প্রতি ফোনে অনুব্রত মণ্ডলকে গুলি করে খুন করার হুমকির অভিযোগ দিয়েছিলেন নিত্যানন্দ চট্টোপাধ্যায়। সেই অভিযোগের ভিত্তিতেই গত মঙ্গলবার গুসকরা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। গ্রেপ্তারের পর নিত্যানন্দ জানিয়েছিলেন, তার থেকে নেওয়া ধারের পাওনা টাকা অনুব্রত মণ্ডল ফেরত দিচ্ছেন না বলেই তিনি হুমকি দিয়েছেন। এবং জেল থেকে ছাড়া পাওয়ার পর জামার কলার ধরে সেই টাকা তিনি আদায় করবেন। অন্যদিকে, নিত্যানন্দ চট্টোপাধ্যায়কে বিজেপি যোগদানের জন্য আহ্বান করেছিলেন অনুপম হাজরা।

আরও পড়ুন-“বিশ্বভারতীর মাঠে দেহব্যবসা বিশ্বাসই করি না”, অগ্নিমিত্রার অভিযোগ ওড়ালেন লকেট

Related articles

উপযুক্ত তথ্য-প্রমাণ পেলে SIR বাতিল করা হবে: তৃণমূলের মামলায় পর্যবেক্ষণে মন্তব্য বিচারপতি সূর্যকান্তর

অভিযোগ সংক্রান্ত উপযুক্ত তথ্য প্রমাণ পেলে SIR বাতিল করা হবে। মঙ্গলবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) শুনানিতে মন্তব্য বিচারপতি...

মুক্তি পেয়ে পার্থর চোখে জল

২০২২ এর ২৩ জুলাই ভোর রাতে গ্রেফতার। তারপর ২০২৫-এর ১১ নভেম্বর। ৩ বছর ৩ মাস পর জেলমুক্ত হলেন...

পুলওয়ামা ‘ককাস’ দিল্লি বিস্ফোরণের মূল মাথা? ওমর কি নিজেই মানববোমা?

দিল্লি বিস্ফোরণে নাম উঠে এল জঙ্গি ওমরের(Terrorist Umar )। ওমর কী করছিলেন বিস্ফোরণের সময়? দিল্লি পুলিশের সিসিটিভিতে দেখা...

KIFF: হল ভরিয়ে ভরিয়ে কোমল গান্ধার দেখলেন দর্শকরা, ‘সিনেমায় রবীন্দ্রসঙ্গীত’ নিয়ে সান্ধ্য-আড্ডা 

৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st Kolkata International Film Festival) ষষ্ঠ দিনে সকাল সকাল 'কোমল গান্ধার' (Komal...
Exit mobile version