Wednesday, November 12, 2025

ডার্বির লড়াই এবার আইএসএলেও! সরকারিভাবে অন্তর্ভুক্তি ইস্টবেঙ্গল

Date:

কলকাতার ডার্বি এবার আইএসএলেও। ১৩০ বছরের বাঙাল-ঘটির লড়াই দেখা যাবে সুপার লিগেও!

আইএসএলে ১১তম দল হিসাবে খেলবে এবার কলকাতার ইস্টবেঙ্গল। ইন্ডিয়ান সুপার লিগের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন নীতা আম্বানি রবিবার সরকারিভাবে একথা জানালেন। লাল-হলুদ ব্রিগেডকে স্বাগত জানিয়ে নীতা বলেন, দেশের এক নম্বর ফুটবল লিগের সপ্তম বর্ষে অভিনন্দন জানাচ্ছি।

শ্রীসিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন নামে আইএসএল খেলবে তারা। শ্রীসিমেন্ট ক্লাবের অধিকাংশ শেয়ার কিনে নিয়েছে। মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এই গাঁটছড়া তৈরি হয়।

এটিকে-মোহনবাগানের পর এবার শ্রীসিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন। নীতা আম্বানি বলেন, দুই দলেরই লক্ষ লক্ষ দর্শক রয়েছে। সুপার লিগে এই দুই দলের অন্তর্ভুক্তি শুধু যে বাংলার বুকে দারুণ সাড়া ফেলবে তাই নয়, টুর্নামেন্টকে ঘিরে প্রচুর নতুন প্রতিভা উঠে আসবে। ফুটবলকে জনপ্রিয় করার প্রশ্নে পশ্চিমবঙ্গের ভূমিকা সবচেয়ে বেশি। দেশ জুড়ে প্রতিযোগিতার পরিবেশ তৈরিতে এই টুর্নামেন্ট বড় ভূমিকা নেবে।

আইএসএলে ১১টি দল হলো : এটিকে মোহনবাগান, শ্রীসিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন, মুম্বই সিটি এফসি, ওড়িশা এফসি, নর্থ ইস্ট ইন্ডিয়া, হায়দরাবাদ এফসি, বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়েন এফসি, এফসি গোয়া, কেরালা ব্লাস্টার ও জামশেদপুর এফসি।

আইএসএল খেলা হবে সম্ভবত নভেম্বর থেকে মার্চের মধ্যে। গোয়াতে। মূলত তিনটি স্টেডিয়ামে খেলা হবে, জওহরলাল নেহরু স্টেডিয়াম, ফতোদরা, জিএমসি অ্যাথেলেটিক স্টেডিয়াম বাম্বোলিন এবং তিলক ময়দান স্টেডিয়াম, ভাস্কো।

আরও পড়ুন-থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৩ বছরের শিশুর পাশে মুখ্যমন্ত্রী

Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...
Exit mobile version