Monday, August 25, 2025

‘জাতীয় ঐতিহ্য’! দিলীপকুমার ও রাজ কাপুরের পৈতৃক ভিটে কিনছে পাক সরকার

Date:

বলিউডের দুই কিংবদন্তী অভিনেতা রাজ কাপুর এবং দিলীপ কুমারের পৈতৃক ভিটে কিনে নেওয়ার সিদ্ধান্ত নিল পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রশাসন৷ প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান ড. আব্দুস সামাদ খান সংবাদমাধ্যমে
জানিয়েছেন, খাইবার- পাখতুনখোয়া প্রদেশের প্রত্নতত্ত্ব বিভাগ পেশোয়ার শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই দু’টি ভবন কেনার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে৷ এই অর্থে বাড়ি দু’টি সংস্কার করা হবে৷ ইতিমধ্যেই বাড়ি দু’টিকে’ ‘জাতীয় ঐতিহ্য’ হিসেবে ঘোষণা করা হয়েছে৷

পেশোয়ারে রাজ কাপুর ও দিলীপ কুমারের পৈতৃক বাড়ি দুটি ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। খাইবার পাখতুনখাওয়ার পুরাতত্ত্ব দফতর জানিয়েছে, বহুদিন ধরেই তারা এই দুটি বাড়ি মেরামতের উদ্যোগ নিলেও আর্থিক টানাটানির জন্য কাজ এগোয়নি। সম্প্রতি পাক সরকার এই দুই ভারতীয় তারকার বাড়ি মেরামতের জন্য আর্থিক অনুদানের কথা ঘোষণা করেছে।

রাজ কাপুরের পৈতৃক বাড়ি, কাপুর হাভেলি নামে পরিচিত৷ বিখ্যাত কিসা খোয়ানি বাজারের কাছেই এটির ঠিকানা৷ রাজ কাপুরের পিতামহ দেওয়ান বশেশ্বরনাথ কাপুর ১৯১৮ সালে এই ভবন তৈরির কাজ শুরু করেন, শেষ হয় ১৯২২সালে৷ রাজ কাপুর এবং তার কাকা ত্রিলোক কাপুর এই ভবনেই জন্মগ্রহণ করেছিলেন।

ওদিকে দিলীপ কুমারের বাড়িটি ১০০ বছরেরও বেশি পুরনো। বাড়িটি ভেঙ্গে পড়েছে৷ এই বাড়িটিও ওই একই এলাকায়। ২০১৪ সালে নওয়াজ শরিফ সরকার দিলীপ কুমারের বাড়িটিকে রাষ্ট্রীয় সম্পত্তি বলে ঘোষণা করেছিল।
এক রিয়েল এস্টেট সংস্থা দীর্ঘদিন ধরে ওই দুটি ঐতিহাসিক বাড়ি ভেঙে প্লাজা তৈরির চেষ্টা করেছিল । কিন্তু পাকিস্তান সরকার তার অনুমতি দেয়নি। কাপুর হাভেলির বর্তমান মালিক আলি কাদের বলেছেন, তিনি বাড়িটি ভেঙ্গে ফেলতে চান না৷ এটি জাতীয় গর্ব। এই ঐতিহাসিক কাঠামো রক্ষা এবং সংরক্ষণের জন্য প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তাদের সাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

আলি কাদের রাজ কাপুরের পূর্বপুরুষের তৈরি এই ভবনটি সরকারের কাছে বিক্রি করার জন্য ২০০ কোটি টাকা দাবি করেছেন। প্রয়াত ঋষি কাপুরের অনুরোধে ২০১৮ সালে পাকিস্তান সরকার কাপুর হাভেলিকে একটি মিউজিয়ামে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছিলো৷ কিন্তু তা বাস্তবায়িত করা যায়নি।
প্রসঙ্গত, পেশোয়ারে প্রায় ১৮০০ ঐতিহাসিক ভবন আছে, যা ৩০০ বছরেরও বেশি পুরনো।

আরও পড়ুন-কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে মুখর কৃষকরা, দিল্লির রাজপথে জ্বলল আগুন

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version