Thursday, May 8, 2025

মাটিতে আছড়ে ফেলে স্ত্রীকে মারধর করছেন এক ব্যক্তি। জীবন বাঁচাতে চিৎকার করছেন স্ত্রী। খোদ পুলিশ কর্তার বাড়িতে এই চিত্র। ঘটনায় অভিযুক্ত মধ্যপ্রদেশ পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল পুরুষোত্তম শর্মা। ভিডিও ভাইরাল হতে নড়েচড়ে বসে রাজ্য প্রশাসন। সোমবার তাঁকে বরখাস্ত করা হয়।

২০০৮ সালে নির্যাতনের অভিযোগ করেছিলেন স্ত্রী। বরখাস্ত হওয়ার পরেও নিজেকে নির্দোষ বলে দাবি করছেন পুরুষোত্তম। গোটা ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেছেন সদ্য প্রাক্তন পুলিশ কর্তা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ৩২ বছরের বিবাহিত জীবন। তিনি যদি সত্যি হিংস্র স্বভাবের মানুষ হতেন তবে আগেই স্ত্রী তাঁর বিরুদ্ধে অভিযোগ করতেন। এমনকী ২০০৮ সালে তাঁর বিরুদ্ধে ওঠা নির্বাচনের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে গোপনে তোলা হয়েছে। আগে থেকে ক্যামেরা সেট করা হয়েছিল। ভিডিওতে দেখা যাচ্ছে প্রাক্তন ওই পুলিশ কর্তা পিছন দিক থেকে স্ত্রীকে জাপটে ধরেন। এরপর চিৎকার করতে থাকেন ওই মহিলা। হঠাৎই স্ত্রীকে আছে মাটিতে ফেলে দেন পুরুষোত্তম।  এরপর একের পর এক আঘাত করতে শুরু করেন তিনি। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আরও দুই ব্যক্তি।

পুরুষোত্তম শর্মার দাবি, এটা অপরাধ নয়। নিছক পারিবারিক বিরোধ। কিন্তু তাঁকে অপরাধের চেহারা দেওয়ার চেষ্টা করছে। ফাঁসানোর জন্য স্ত্রী ঘরে ক্যামেরা লাগিয়েছিলেন বলে দাবি তাঁর। তাঁর আরও বক্তব্য, ২০০৮ সালে স্ত্রী অভিযোগ করে থাকলে এখনও একই বাড়িতে থাকবেন কেন। তাঁর স্ত্রী সব রকম সুযোগ-সুবিধা ভোগ করছেন জানিয়েছেন পুরুষোত্তম। এমনকী তাঁর অর্থ খরচ করে বিদেশ ভ্রমণ করেছেন বলে দাবি প্রাক্তন পুলিশ কর্তার।

আরও পড়ুন:করণের নাম জড়ালে মাদক মামলায় মিলবে ছাড়! চাঞ্চল্যকর অভিযোগ ক্ষিতিজের

Related articles

লাহোরে একের পর এক বিস্ফোরণে শহর জুড়ে আতঙ্ক, বন্ধ একাধিক বিমানবন্দর

ভারত -পাকিস্তান উত্তেজনার পরিস্থিতির মাঝেই বৃহস্পতিবার সকালে লাহোরে একের পর এক বিস্ফোরণের (Several Blast Heard in Pakistan's Lahore)...

অপারেশন সিন্দুরকে ‘লজ্জা’ দাবি করার পর ভারত – পাক ‘মধ্যস্থতা’য় আগ্রহ ট্রাম্পের!

পহেলগাম হামলার (Pahelgam attack)বদলা নিতে বেছে বেছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত। দেশের সেনাবাহিনীর 'অপারেশন সিন্দুর' (Operation...

জেলায় জেলায় তাপপ্রবাহের সর্তকতা, উইকেন্ডেই চরম গরমের পূর্বাভাস!

কালবৈশাখী আর বৃষ্টির ইনিংস শেষ হয়ে এবার গরমের খেলা শুরু। বৈশাখের শেষ সপ্তাহে তীব্র তাপপ্রবাহের (Heatwave Alert) ইঙ্গিত...

পুঞ্চে পাক গুলিবর্ষণে নিহত নাগরিকের সংখ্যা বেড়ে ১৫, শহিদ ১ জওয়ান 

সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর একটানা আক্রমণ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ইসলামবাদের টার্গেট নিরীহরা। ভারত...
Exit mobile version