Wednesday, November 5, 2025

স্ত্রীকে মারধরের ভিডিও ভাইরাল, বরখাস্ত আইপিএস অফিসার

Date:

মাটিতে আছড়ে ফেলে স্ত্রীকে মারধর করছেন এক ব্যক্তি। জীবন বাঁচাতে চিৎকার করছেন স্ত্রী। খোদ পুলিশ কর্তার বাড়িতে এই চিত্র। ঘটনায় অভিযুক্ত মধ্যপ্রদেশ পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল পুরুষোত্তম শর্মা। ভিডিও ভাইরাল হতে নড়েচড়ে বসে রাজ্য প্রশাসন। সোমবার তাঁকে বরখাস্ত করা হয়।

২০০৮ সালে নির্যাতনের অভিযোগ করেছিলেন স্ত্রী। বরখাস্ত হওয়ার পরেও নিজেকে নির্দোষ বলে দাবি করছেন পুরুষোত্তম। গোটা ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেছেন সদ্য প্রাক্তন পুলিশ কর্তা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ৩২ বছরের বিবাহিত জীবন। তিনি যদি সত্যি হিংস্র স্বভাবের মানুষ হতেন তবে আগেই স্ত্রী তাঁর বিরুদ্ধে অভিযোগ করতেন। এমনকী ২০০৮ সালে তাঁর বিরুদ্ধে ওঠা নির্বাচনের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে গোপনে তোলা হয়েছে। আগে থেকে ক্যামেরা সেট করা হয়েছিল। ভিডিওতে দেখা যাচ্ছে প্রাক্তন ওই পুলিশ কর্তা পিছন দিক থেকে স্ত্রীকে জাপটে ধরেন। এরপর চিৎকার করতে থাকেন ওই মহিলা। হঠাৎই স্ত্রীকে আছে মাটিতে ফেলে দেন পুরুষোত্তম।  এরপর একের পর এক আঘাত করতে শুরু করেন তিনি। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আরও দুই ব্যক্তি।

পুরুষোত্তম শর্মার দাবি, এটা অপরাধ নয়। নিছক পারিবারিক বিরোধ। কিন্তু তাঁকে অপরাধের চেহারা দেওয়ার চেষ্টা করছে। ফাঁসানোর জন্য স্ত্রী ঘরে ক্যামেরা লাগিয়েছিলেন বলে দাবি তাঁর। তাঁর আরও বক্তব্য, ২০০৮ সালে স্ত্রী অভিযোগ করে থাকলে এখনও একই বাড়িতে থাকবেন কেন। তাঁর স্ত্রী সব রকম সুযোগ-সুবিধা ভোগ করছেন জানিয়েছেন পুরুষোত্তম। এমনকী তাঁর অর্থ খরচ করে বিদেশ ভ্রমণ করেছেন বলে দাবি প্রাক্তন পুলিশ কর্তার।

আরও পড়ুন:করণের নাম জড়ালে মাদক মামলায় মিলবে ছাড়! চাঞ্চল্যকর অভিযোগ ক্ষিতিজের

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version