Sunday, November 9, 2025

দিশার প্রেমিক জানেন সুশান্তের মৃত্যুর কারণ! বিস্ফোরক অভিনেতার বন্ধু

Date:

কীভাবে মৃত্যু হলো সুশান্তের? নিছক আত্মহত্যা না কি খুন? সেই প্রশ্নের উত্তর এখনও অধরা। এরই মধ্যে অভিনেতার মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তাঁরই বন্ধু যুবরাজ সিং। তাঁর দাবি সুশান্তের প্রাক্তন ম্যানেজারের সঙ্গে সুশান্তের মৃত্যুর কারণ জড়িয়ে আছে। এই মৃত্যু নিয়ে অনেক তথ্য আছে প্রাক্তন ম্যানেজার দিশার প্রাক্তন প্রেমিক রোহনের কাছে। এমনটাই দাবি যুবরাজের।

গত ১৪ জুন মৃত্যু হয় সুশান্তের। তার আগে ৮ জুন সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা আত্মহত্যা করেন। সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সুশান্তের বন্ধু দাবি করেছেন, একটি নয়, পরপর দুটি খুন করা হয়েছে। আর খুনের তদন্ত করতে দিশার প্রাক্তন প্রেমিক রোহন রাইকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন তিনি। তাঁর কথায়, রোহনকে গ্রেফতার করলেই পুরো বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। রোহন মাদক নেন কি না তাও পরীক্ষা করার দাবি জানিয়েছেন যুবরাজ।

ওই সাক্ষাৎকারে যুবরাজ বলেন, সিবিআই–এর উচিত এখন দ্রুত পদক্ষেপ করা। কারণ দুই মৃত্যুর তত্ত্বই প্রায় এক। রোহনকে গ্রেফতার করলেই বাকিটা স্পষ্ট হয়ে যাবে বলে আত্মবিশ্বাসী তিনি। যুবরাজ সিং সুশান্ত সিং রাজপুতের পরিবারের আইনজীবীকে বলেছেন, সুশান্তের গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। হত্যা প্রমাণ করতে গেলে দিশার প্রেমিককে গ্রেফতার করতে হবে বলে জানিয়েছেন তিনি।

দিশার মৃত্যুর পরই সুশান্তের মৃত্যু নিয়ে জলঘোলা হয়েছে বলিউডে। এমনকী দুই মৃত্যু পরস্পর সম্পর্কযুক্ত, এমন কথা উঠে এসেছে। সুশান্তের বন্ধু যুবরাজের দাবি, অভিনেতার টাকা পয়সা নয়ছয় করা হয়েছিল। সুশান্তকে দীর্ঘদিন অন্ধকারে রাখা হয় বলেও দাবি করেছেন তিনি। তাঁর নিজের টাকার পরিমাণ কতটা, কোথায় সেটি গচ্ছিত, কোথায় খরচ হচ্ছে, এসব কিছুই জানতেন না সুশান্ত। যুবরাজ সিং এর দাবি, গোটা বিষয়টির সঙ্গে জড়িয়ে ছিলেন দিশার প্রেমিক।

আরও পড়ুন:করণের নাম জড়ালে মাদক মামলায় মিলবে ছাড়! চাঞ্চল্যকর অভিযোগ ক্ষিতিজের

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version