Sunday, August 24, 2025

আইপিএস পুরুষোত্তম শর্মা তাঁর ‘‌বাবার মতো’‌, দাবি মহিলা সাংবাদিকের

Date:

পুরুষোত্তম শর্মার স্ত্রী এবং ছেলের নামে থানায় অভিযোগ দায়ের করলেন ভোপালের মহিলা সাংবাদিক। তার দাবি, আইপিএস পুরুষোত্তম শর্মা তাঁর ‘‌বাবার মতো’‌। অকারণেই তাঁর সঙ্গে আইপিএস–কে জড়িয়ে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। যদিও স্ত্রীকে আইপিএস-এর বেধড়ক পেটানোর ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।
জানা গিয়েছে, এক মহিলার সঙ্গে আইপিএস স্বামীর অবৈধ সম্পর্ক হাতেনাতে ধরে ফেলেছিলেন স্ত্রী । তার জেরেই মারধর করেন ১৯৮৬ ব্যাচের আইপিএস শর্মা। সেই ভিডিও ভাইরাল হতে শর্মাকে ডিজিপি পদ থেকে বদলি করেছে মধ্যপ্রদেশ সরকার।
শাহপুরা থানার স্টেশন ইন–চার্জ জিতেন্দ্র প্যাটেল জানিয়েছেন, ‘‌অভিযোগে বলা হয়েছে ওই ঘটনার জেরে তাঁর গোপনীয়তা এবং সমাজে ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাঁর বদনাম হয়েছে।’‌
ওই সাংবাদিক থানায় জানিয়েছেন, ‘‌এই মানসিক অত্যাচার’‌ থেকে তাঁকে রক্ষা করার জন্য পুলিশ দ্রুত কোনও পদক্ষেপ নিক। বরং সাংবাদিকের যুক্তি, ‘‌তার পেশা অনুযায়ী প্রায়ই আমলা, রাজনীতিকদের সঙ্গে সাক্ষাৎ হয় ।২৭ সেপ্টেম্বর) ডিজি শর্মা সন্ধে সাতটা নাগাদ তাকে ফোন করেন। বলেন, আমার বাড়ির কাছেই রয়েছেন। তাই তাঁকে চায়ের আমন্ত্রণ জানাই।’‌

আরও পড়ুন- ‘কিষাণ সম্মান নিধি’ থেকে ‘কৃষক বন্ধু’ প্রকল্প অনেক বেশি সহায়ক: সোজা বাংলায় দেওয়া হল তথ্য
কিছুক্ষণ পরেই শর্মার স্ত্রী এসে হাজির হন। তিনি জোর করে ঘরে ঢুকে পড়েন। শর্মা এবং তাঁর স্ত্রীর মধ্যে বিবাদ শুরু হয়। তার পরেই তিনি আমার ফ্ল্যাট থেকে বেরিয়ে যান।’ এর পরই শর্মার স্ত্রী তাঁকে অযৌক্তিক প্রশ্ন করতে থাকেন। জোর করে তাঁর বেডরুমে ঢুকে ভিডিও রেকর্ড করেন বলেও দাবি সাংবাদিকের। সেই ভিডিও এখন ভাইরাল। ওই মহিলা সাংবাদিকের দাবি, শর্মার স্ত্রী এবং ছেলে তাঁর বিরুদ্ধে ‘‌ভিত্তিহীন’‌ অভিযোগ তুলছেন। যদিও থানার ইন–চার্জ জানিয়েছেন, যেহেতু কারও ভাবমূর্তি নষ্ট হওয়ার বিষয় জড়িয়ে, তাই একমাত্র আদালতেই অভিযোগ জানানো যাবে।
কোনও পদে এখনও নিয়োগ করা হয়নি শর্মাকে । তাঁর থেকে জবাবদিহি চাওয়া হয়েছে। তিনি যদিও আগেই বলেছেন, এটা তাঁর পারিবারিক বিষয়। ‘‌অপরাধ নয়।’‌ স্ত্রী সব সময় সন্দেহ করতেন। সেই নিয়ে মিটমাট চলছিল।

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...
Exit mobile version