Friday, August 22, 2025

সামরিক দিক দিয়ে আরও শক্তিশালী হচ্ছে দেশ। ১০ সেপ্টেম্বরের পরে ভারতীয় বিমানবাহিনীতে আরো পাঁচটি রাফাল যুদ্ধবিমান আসছে। আগে পাঁচটি রাফাল যুদ্ধ বিমান এসেছিল। অক্টোবর মাসে পাচ্ছে আরও পাঁচটি।

ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে অনুযায়ী, অক্টোবর মাসের প্রথমেই আসছে পাঁচটি রাফাল বিমান। ফ্রান্স থেকে আনার পর কলাইকুণ্ডা এয়ারফোর্স স্টেশনে রাখা হবে।
১০ সেপ্টেম্বর যে যুদ্ধ বিমানগুলি আনা হয়েছিল সেগুলি এখন পঞ্জাবের আম্বালার এয়ারপোর্ট স্টেশনে রয়েছে। এগুলি ০০১-০০৫ সিরিজের ৪ দশমিক ৫ ফোর্থ জেনারেশনের ফাইটার জেট।

ইরাক, আফগানিস্তান, মালি, লিবিয়ার মতো দেশে ইতোমধ্যে এই যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছে।
ভারতীয় সেনা সূত্রে খবর, রাফাল বিমান রাখার জন্য ১৯৫১ সালে নির্মিত হওয়া পুরনো ১৭ গোল্ডেন অ্যারোজ স্কোয়াড্রনকে পুনর্নির্মাণ করা হয়েছে।
এর আগে ২০১৬-তে মিগের সার্ভিস পিরিয়ড শেষ হওয়ার পরে সেটি বন্ধ করে দেওয়া হয়।

ভারত ও চিনের মধ্যকার উত্তেজনা লাদাখ ছাড়িয়ে অরুণাচল সীমান্তেও পৌঁছেছে। সমস্যা সমাধানে বার বার কূটনৈতিক পর্যায়ে বৈঠক হলেও সীমান্তে সেনা মোতায়েন বাড়ানোর পাশাপাশি যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে চিন। এই পরিস্থিতিতে ২ হাজার ২৯০ কোটি টাকা ব্যয়ে যুদ্ধাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

মঙ্গলবার ভারতীয় সেনা সূত্রের বরাত দিয়ে ডয়চে ভেলের খবরে বলা হয়, সিদ্ধান্ত অনুযায়ী শিগগিরই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২ হাজার ২৯০ কোটি টাকা ব্যয়ে ৭২ হাজার অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ও স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন সিস্টেম কিনবে কেন্দ্রীয় সরকার। সব মিলিয়ে ভারতীয় সেনাবাহিনীর সামরিক অস্ত্র পরিস্থিতি যে যথেষ্ট শক্তিশালী হচ্ছে তা বলাই যায়।

আরও পড়ুন : ২০ কোটি টিকা বানাচ্ছে সেরাম, ভ্যাকসিনের সর্বোচ্চ দাম জানালো সংস্থা

Related articles

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...

স্বপ্নভঙ্গ নয়, মুক্তির লড়াই: জাতীয় স্তরের রেফারি হলেন গোপীবল্লভপুরের মনি খিলাড়ি

এ গল্প কোনো স্বপ্নভঙ্গের নয়, বরং শৃঙ্খল ভাঙার গল্প। কনকনে শীতের রাতে বাড়ি থেকে পালিয়ে নিজের বিয়ে ভেঙে...

হাতে হাত মিলিয়ে কাজ করুন: বাঁকুড়া-বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতৃত্বকে বার্তা অভিষেকের

ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে জেলাওয়াড়ি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার, বাঁকুড়া...
Exit mobile version