Thursday, August 28, 2025

প্রমাণ হলো, রাম জন্মভূমি আন্দোলনের প্রতি আমার দায়বদ্ধতা, জানালেন আদবানি

Date:

প্রায় তিন দশক পর অভিযোগমুক্ত হলেন ‘লৌহপুরুষ লালকৃষ্ণ৷

লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী, উমা ভারতী, কল্যাণ সিং- সহ ৩২ জন অভিযুক্তকেই বুধবার বেকসুর খালাস করেছে লখনউয়ের বিশেষ সিবিআই আদালত৷
আদালতের এই রায়ের প্রতিক্রিয়ায় গেরুয়া শিবিরের রামজন্মভূমি আন্দোলনের ‘নিউক্লিয়াস’ লালকৃষ্ণ আদবানি বলেছেন, “রাম জন্মভূমির প্রতি আমার দায়বদ্ধতাই প্রমাণিত হয়েছে এই রায়ে”৷

রায় শোনার পর আদবানি বলেছেন, “স্পেশাল CBI আদালতের এই রায়কে আমি স্বাগত জানাচ্ছি। এই রায় রামজন্মভূমি আন্দোলনের প্রতি ব্যক্তিগতভাবে আমার এবং বিজেপির বিশ্বাস ও দায়বদ্ধতা প্রমাণ করল।”

বাবরি মসজিদ ধ্বংস মামলায় যে ৩২ জন অভিযুক্ত ছিলেন তাঁদের এক নম্বরে ছিলেন বিজেপির ‘মার্গদর্শক’ আদবানি। রায় ঘোষণার সময় সশরীরে অভিযুক্তদের এজলাসে হাজির থাকার নির্দেশ দিয়েছিল বিশেষ আদালত। কিন্তু এদিন ৩২ অভিযুক্তের মধ্যে ২৬ জন হাজির হলেও আদবানি, যোশী, উমা ভারতী, কল্যাণ সিং বয়সজনিত এবং করোনা- কারণে উপস্থিত হননি বলে জানা গিয়েছে।

ওদিকে CBI-এর বিশেষ আদালতের রায়কে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছেন মুরলী মনোহর যোশী। তিনি বলেছেন, “আদালতের রায়ে প্রমাণিত হয়েছে, আমাদের সেদিনের আন্দোলন ও সমাবেশ কোনও যড়যন্ত্র ছিল না। আমরা খুশি। এখন রামমন্দিরের নির্মাণ নিয়ে সবাই উৎসাহিত ও আগ্রহী।” কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “দেরিতে হলেও বিচারপ্রক্রিয়ায় সত্য উঠে আসে। আদবানিজি, যোশীজি , উমা ভারতী বেকসুর মুক্তি পাওয়ায় আমি খুশি”।

আরও পড়ুন : আদবানিদের সাফাইকে মান্যতা এবং কিছু প্রশ্ন,কণাদ দাশগুপ্তর কলম

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version