Thursday, August 21, 2025

আজ শাহর সঙ্গে বঙ্গ বিজেপির বৈঠক, গোষ্ঠী রাজনীতিতে ক্ষুব্ধ শিব-অরবিন্দ

Date:

আজ, বৃহস্পতিবার দুপুরে, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বঙ্গ বিজেপির বৈঠক। বৈঠকে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভাপতি জেপি নাড্ডা তো থাকবেনই। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে অবশ্যই রাহুল সিনহা।

কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়ার পর বিদ্রোহী রাহুল দল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু দিলীপ ঘোষের উদ্যোগে এবং দলীয় নেতা শিব প্রকাশের সঙ্গে দীর্ঘ টেলি-কথোপকথনে অভিমান ভাঙে। রাহুল বুধবার রাতেই পৌঁছে যান দিল্লিতে।

লক্ষ্যণীয় হলো, রাহুল কলকাতা বিমানবন্দরে পৌঁছলে সেখানে রাহুলের লবির লোকজন ব্যাপক বিক্ষোভ দেখান। তাদের দাবি, কমিটিতে না ফেরালে দিল্লিতে কেন? রাহুল তাদের বোঝান তিনি বিজেপির একনিষ্ঠ কর্মী। দলের কথা শিরোধার্য। পাল্টা দলীয় কর্মীরা বলেন, দলের কথাই যদি শিরোধার্য হবে, তাহলে বিদ্রোহ করেছিলেন কেন? দলের বাইরের লোকেরা তো এটাকে ‘নাটক’ বলবে। পাল্টা দলীয় নেতৃত্বেরও স্পষ্ট ধারণা হয়ে যাবে, রাহুল সিনহা যতই হুমকি দিন না কেন, তাঁর বিজেপি ছাড়া গতি নেই। রাহুল আসলে দেখাতে চেয়েছিলেন, দলে তিনি একা নন, প্রচুর অনুগামী রয়েছেন তাঁর সঙ্গে। কিন্তু তাদের প্রশ্নের জবাব কী হবে, সে নিয়ে বিপাকে রাহুল ঘনিষ্ঠরা।

অন্যদিকে মুকুল রায়ের সমর্থনে দিল্লিতে বেশ কয়েকজন ভিড় করে সমর্থন জানান বুধবার। মুকুলও দেখাতে চাইছেন, দলে তিনি নতুন হলেও অনুগামী তৈরি করে ফেলেছেন। বিজেপি নেতাদের এই অনুগামীচিত্র কেন্দ্রীয় নেতাদের দেখানোর চেষ্টায় ব্যাপক চটেছেন নেতৃত্ব। ক্ষুব্ধ শিব প্রকাশ, অরবিন্দ মেনন। তাঁরা নিজেদের ঘনিষ্ঠ মহলে বলেছেন, দলের এই গোষ্ঠী কেন্দ্রীক রাজনীতি অবিলম্বে বন্ধ করতে না পারলে আগামী ভোটে মোটেই উজ্জ্বল ভবিষ্যৎ তাঁরা দেখছেন না।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version