Sunday, August 24, 2025

BJP vs BJP: বারুইপুরে মহিলা কর্মীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জেলা সম্পাদক

Date:

বারুইপুরে বিজেপির দলীয় কার্যালয়ে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মহিলা মোর্চার কর্মিদের শ্লীলতাহানির অভিযোগ ওঠে। আর সেই অভিযোগের ভিত্তিতেই বিজেপির দক্ষিণ ২৪ পরগনা (পূর্ব) জেলা সম্পাদক স্বরূপ দত্ত ও মন্ডল সভাপতি দেবপম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করে বিজেপির অন্য গোষ্ঠীর নেতা-নেত্রীরা। এই ঘটনায় বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে মধুস্মিতা রায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন। আর এই অভিযোগের ভিত্তিতেই বুধবার সন্ধের পর তাঁর বাড়ি থেকে বিজেপির জেলা সাধারণ সম্পাদক স্বরূপ দত্তকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। অভিযুক্ত নেতাকে বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।

আর এই খবর পাওয়ার পরই স্বরূপ দত্তের অনুগামীরা রাস্তা অবরোধ করেন। স্লোগান দিতে থাকেন জেলা সভাপতি হরিকৃষ্ণ দত্ত ও তাঁর ঘনিষ্ঠ বর্তমান জেলা কার্যকর্তাদের বিরুদ্ধে। শোনা যায়, তাঁরা থানা ঘেরাও করবেন। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয়নি।

উল্লেখ্য, গত রবিবার বিজেপির এক কর্মীসভাকে কেন্দ্র করে বারুইপুরে জেলা পার্টি অফিসে ধুন্ধুমার কাণ্ড ঘটে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন, রাজ্য সংগঠনের গুরুত্বপূর্ণ নেতা অমিতাভ চক্রবর্তী, নবনিযুক্ত বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরার সামনেই দুই গোষ্ঠীর কর্মীসমর্থকরা একে অপরের বিরুদ্ধে বিবাদে জড়িয়ে পড়ে। যা ক্রমশ প্রবল আকার ধারণ করে। জেলার ক্ষমতাসীন গোষ্ঠীর মহিলারা বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতা কর্মীদের বিরুদ্ধে কাপড় টেনে খুলে দেওয়া-সহ শ্লীলতাহানির মত বিস্ফোরক অভিযোগ তোলেন। আর সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় স্বরূপ দত্তকে।

আরও পড়ুন- রাহুল সিনহাকে ঘিরে কর্মীরা বললেন, তৃণমূলের বি-টিম হয়ে যাচ্ছি!!

Related articles

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...
Exit mobile version