Thursday, August 21, 2025

নিজের মান রাখতে মুকুলকে সহ-পর্যবেক্ষক চাইছেন কৈলাশ, অভিজিৎ ঘোষের কলম

Date:

অভিজিৎ ঘোষ

কৈলাশের এবার মুকুল কাঁটা। যেতেও কাটে, আসতেও কাটে। মুকুলকে বিজেপিতে প্রতিষ্ঠিত করা ছিল তাঁর ওয়ান পয়েন্ট টার্গেট। দীর্ঘ চেষ্টার পর তিনি সফল। কিন্তু সেই সাফল্যে নতুন করে কাঁটা।

কী সেই কাঁটা? মুকুল রায় এখন সর্ব ভারতীয় সহ-সভাপতি। আর কৈলাশ সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পদ মর্যাদায় মুকুল কৈলাশের উপরে। আবার কাজ বা সিদ্ধান্ত নেওয়ার নিরিখে কৈলাশ এগিয়ে। এই অবস্থার মাঝে কৈলাশের এখন যেতেও কাটে, আসতেও          কাটছে। যিনি দলের চৌহদ্দির তিন ক্রোশ দূরে ছিলেন, তিনি এলেন একেবারে মাথার উপরে!

এই পরিস্থিতি থেকে রেহাই পেতে কৈলাশ দলের কাছে নতুন ফর্মুলা দিয়েছেন। কী সেই ফর্মুলা? দলের কাছে তিনি বলেছেন, বাংলার ভোটে মুকুল রায়ের মস্তিষ্ককে কাজে লাগাতে হবে। তিনি তৃণমূল কংগ্রেসকে প্যাঁচে ফেলার সব কৌশল জানেন। তিনি যাতে সিদ্ধান্ত নেওয়ার জায়গায় থাকেন, তাই তাঁকে বাংলার সহ-পর্যবেক্ষক করা হোক।

আসলে সহ পর্যবেক্ষক করলে মুকুল নির্বাচনে দলীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যেমন পাবেন, তেমনি অন্যদিকে সহ পর্যবেক্ষক হওয়ার অর্থ তিনি কৈলাশের ডেপুটি হলেন। অর্থাৎ কৈলাশের নিচেই যে মুকুল তা বাংলার পদ দিয়ে প্রমাণ করতে পারবেন। এতে সাপও মরবে লাঠিও ভাঙবে।

প্রশ্ন হচ্ছে নাড্ডা-শিব প্রকাশরা এই আব্দার মানবেন তো! ঘটনা যেদিকে এগোচ্ছে, তাতে কৈলাশের প্রস্তাবে ঘাড় নেড়েছেন নাড্ডারা। এখন বাকিদের ছুঁয়ে নেওয়ার অপেক্ষা। অবশ্য এর মাঝে যদি কেউ ভিটো দিয়ে দেন, তাহলে অবশ্য কৈলাশের গলার কাঁটা গলাতেই রয়ে যাবে!

আরও পড়ুন- বাংলাদেশে পেঁয়াজ রফতানি করতে চায় ইরান

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version