Thursday, August 21, 2025

আগামী ডিসেম্বরেই কি কলকাতা, হাওড়া-সহ একাধিক পুরসভায় নির্বাচন ? প্রবল জল্পনা রাজনৈতিক মহলে৷

তৃণমূলের কাউন্সিলর মহলেও জোর জল্পনা, ডিসেম্বরের শুরুতেই হতে পারে পুরভোট৷ তাদের এই জল্পনা মূলত কলকাতা পুরসভাকে ঘিরে৷ ঘাসফুলের একাধিক কাউন্সিলর বলেছেন, দলের একাধিক শীর্ষনেতা তাঁদের আলাদা ডেকে পুরভোটের জন্য তৈরি থাকতে বলেছেন৷

কলকাতা পুরসভার মেয়াদ শেষ হয়েছে গত ৭ মে৷ তারপরই রাজ্যের পূর দফতর পুরসভার কাজ পরিচালনার জন্য গঠন করেছে প্রশাসক বোর্ড৷ ওই বোর্ডই এখন পুরসভার দায়িত্বে৷ এদিকে, রাজ্য নির্বাচন কমিশন রাজ্য সরকারকে জানিয়ে দিয়েছে, পুরভোট সেরে ফেলতে কমিশন তৈরি৷ কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে৷ এই মামলা করেছেন উত্তর কলকাতার বাসিন্দা জনৈক শরদকুমার সিং। তাঁর আর্জি, দ্রুত পুরভোট করানো হোক। সেই মামলায় কমিশনের বক্তব্য তলব করা হয়েছে৷ সূত্রের খবর, রাজ্য নির্বাচন কমিশন এ কথাই জানাতে চলেছে শীর্ষ আদালতে৷
আগামী সোমবার এই মামলার শুনানি হওয়ার কথা। গত মার্চে করোনা পরিস্থিতির মাঝে ভোট করানো কতখানি সম্ভব তা আলোচনা করতে সর্বদল বৈঠক করে কমিশন। বৈঠকে সব দলই বলেছে, মহামারির প্রকোপ না কমলে পুরভোট করা যাবে না। নিয়মানুসারে,রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে পুরভোটের তারিখ ঘোষণা করতে পারে না নির্বাচন কমিশন।
তবে জল্পনার জল যতই গড়াক, তৃণমূল শীর্ষস্তর আগে বিধানসভা ভোট সেরে ফেলার পক্ষে৷ বিধানসভা ভোটের আগে পুরভোটের পরিকাঠামো গঠন করা সম্ভব নয়৷ এমনিতেই মহামারি পরিস্থিতিতে ভোট করানোর নতুন বিধি ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন ৷ সেই বিধি মানতে রাজ্য প্রশাসনকে নতুন করে অনেক কিছুই করতে হবে৷ তাছাড়া, পুরভোট বকেয়া আছে রাজ্যের শতাধিক পুরসভার৷ বিধানসভা ভোটের আগে এই বিশাল কর্মযজ্ঞে ঝাঁপানো কিছুটা সমস্যাজনক৷
এ ছাড়াও রয়েছে রাজনৈতিক পরিস্থিতি ৷ আগামী বিধানসভা ভোটে তৃণমূলকে মূলত লড়তে হবে বিজেপি’র সঙ্গে৷ রাজ্যের একাধিক জেলায়, বিশেষত উত্তরবঙ্গে গত লোকসভা নির্বাচনে খারাপ ফল করেছে তৃণমূল৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৃণমূল ভোটকুশলী নিয়োগ করেছে৷ তাঁর পরামর্শেই রাজ্যজুড়ে বিধানসভা ভোটমুখী করে গড়ে তোলা হচ্ছে দলীয় সংগঠন৷ এই পরিস্থিতিতে রাজ্যজুড়ে পুরভোট করতে গিয়ে সামগ্রিক পরিস্থিতি অস্থির করতে রাজি নন দলের শীর্ষস্তর৷ সুতরাং দলের কাছে অগ্রাধিকার একুশের বিধানসভা ভোট৷ তাই জল্পনা যতই পল্লবিত হোক, কলকাতা-সহ জেলাগুলিতে পুরভোট না হওয়ার সম্ভাবনাই প্রবল৷

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version