হাথরাসে ধর্ষিত ও নিহত দলিতকিশোরীর বাড়ি যাওয়ার পথে রাহুল- প্রিয়াঙ্কাসহ কংগ্রেসকর্মীদের উপর তান্ডব চালালো উত্তরপ্রদেশ পুলিশ। যমুনা এক্সপ্রেসওয়েতে। রাহুল একসময় গাড়ি ছেড়ে হাঁটতে শুরু করেন। পুলিশ ধাক্কা মারে। রাহুল পড়ে যান। এরপর রাহুল, প্রিয়াঙ্কাকে আটক করে বুদ্ধ সার্কিট গেস্ট হাউসে নিয়ে যায় পুলিশ। পুলিশ কংগ্রেস কর্মীদের উপর লাঠি চায়। অনেকে জখম হন। মাথা ফাটে। মহিলারাও রেহাই পাননি। অনেককে আটক করে নিয়ে যায় পুলিশ। বিশাল বাহিনী তাণ্ডব করে। লোকসভার দলনেতা অধীর চৌধুরীও এসে উপস্থিত হন।