Sunday, November 2, 2025

কৃতি চিকিৎসকের হাত ধরে বিরল অস্ত্রোপচার কলকাতা মেডিক্যাল কলেজে

Date:

অঙ্গ না বাদ দিয়েই ক্যান্সার থেকে রোগীকে সুস্থ করে তুলল কলকাতা মেডিক্যাল কলেজ। যার নেপথ্যে আছে সংশ্লিষ্ট হাসপাতালের ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি ক্লিনিক। জটিল এই অস্ত্রোপচার করেছেন ডা. ধৃতিমান মৈত্র এবং তাঁর দল।

৩২ বছর বয়সী এক মহিলার স্তনের টিউমার অস্ত্রোপচার হয় একটি বেসরকারি হাসপাতালে। অস্ত্রোপচারের পর দেখা যায় হাওড়ার বাসিন্দা ওই মহিলার স্তন ক্যান্সার হয়েছে। এরপর কলকাতা মেডিক্যাল কলেজে আসেন তিনি। মেডিক্যাল কলেজের চিকিৎসক ডা. শিবজ্যোতি ঘোষ ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি ক্লিনিকে রেফার করেন। রবিবার ডা. ধৃতিমান মৈত্র সহ ৪ জন চিকিৎসক তাঁর অস্ত্রোপচার করেন। তবে অঙ্গ বাদ না দিয়েই, অস্ত্রোপচার করা হয় ওই মহিলার।

ধৃতিমান মৈত্র জানিয়েছেন, ক্যান্সার আক্রান্ত ব্যক্তির অঙ্গ বাদ দেওয়া সহজ কাজ। কিন্তু আমরা অঙ্গ বাদ না দিয়ে শুধুমাত্র সংশ্লিষ্ট জায়গাটা বাদ দিয়েছে। পরিবর্তে পিঠ থেকে মাংস নিয়ে ওই জায়গায় জুড়ে দেওয়া হয়েছে। ধৃতিমান মৈত্র ছাড়াও এই অস্ত্রোপচার করেছেন শুচিস্মিতা চক্রবর্তী, অভিষিক্তা মল্লিক এবং দিব্যশ্রী পাল।

গত ৫ সেপ্টেম্বর কলকাতা মেডিক্যাল কলেজে যাত্রা শুরু করে ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি ক্লিনিক। জেনারেল সার্জারি বিভাগের অন্তর্গত ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি বিভাগ কাজ করবে। যার মূল দায়িত্বে আছেন সার্জারি বিভাগের সহকারি অধ্যাপক ডা. ধৃতিমান মৈত্র। কোনও সরকারি হাসপাতালে ক্লিনিক এই প্রথম। বলাই বাহুল্য ক্লিনিক শুরু হওয়ার এক মাসের মধ্যেই সাফল্য মিলল।

আরও পড়ুন:আজই শুরু স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষা

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version