Wednesday, August 27, 2025

লকডাউনে বাতিল টিকিটের টাকা ফেরত দিতে হবে বিমান সংস্থাগুলিকে : সুপ্রিম কোর্ট

Date:

লকডাউনে বাতিল টিকিটের টাকা যাত্রীদের ফেরত দিতে হবে বিমান সংস্থাগুলিকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ২৪ মার্চের পর বুকিং হওয়া বাতিল হওয়া বিমানের টিকিটের টাকা ফেরত দিতে হবে যাত্রীদের সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার এই নির্দেশ দিল শীর্ষ আদালত। এদিন বিচারপতি অশোক ভূষণ, আর সুভাষ রেড্ডি এবং এম আর শাহকে নিয়ে গড়া সুপ্রিম কোর্টের এই বেঞ্চ লকডাউনে বাতিল হওয়া বিমানের টিকিটের টাকা ফেরতের ইস্যুতে এই রায় দিল। পাশাপাশি টাকা ফেরতের ইস্যুতে বিমান সংস্থাগুলিকে ‘ক্রেডিট সেল’ গড়ার অনুমতিও দিল সুপ্রিম কোর্ট। ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত থাকবে এই ‘ক্রেডিট শেল’এর মেয়াদ। এবিষয়ে ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের সব সুপারিশ মেনে নেওয়া হয়েছে। ঘরোয়া ও আন্তর্জাতিক এই দুই ধরনের উড়ানের ক্ষেত্রেই শীর্ষ আদালতের এই নির্দেশ কার্যকর হবে। টাকা ফেরতের জন্য অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে বিজ্ঞপ্তি জারি করতে বলেছে দেশের শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, ট্র্যাভেল এজেন্টের মাধ্যমে যাঁরা টিকিট কিনেছিলেন, তাঁরা সংশ্লিষ্ট এজেন্টের কাছ থেকে টাকা ফেরত পাবেন। তবে সেই এজেন্টের অ্যাকাউন্টে টাকা ঢোকার পর। যাত্রীদের টাকা ফেরতের জন্য বিমান সংস্থাগুলি ২০২১-এর ৩১ মার্চ পর্যন্ত সময় পাবে। যেহেতু লকডাউনের মধ্যে বুকিং নেওয়ার কথা ছিল না সেই কারণে অবিলম্বে বিমান সংস্থাগুলি যাত্রীদের টাকা ফেরত দিক। তবে লকডাউন শুরুর আগে অর্থাৎ ২৪ মার্চ পর্যন্ত যেসব বুকিং হয়েছিল, সেক্ষেত্রে ‘ক্রেডিট সেল’ প্রকল্পের মাধ্যমে টাকা ফেরতের সুযোগ থাকছে।

আরও পড়ুন-চাপের মুখে বারোয়ারি দুর্গাপুজোয় ছাড় যোগী সরকারের

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version