Friday, November 7, 2025

নির্যাতিতার পরিবারকে ‘সাবধান’ করে নিজের গ্রামেই ‘ভিলেন’ হয়ে গেলেন প্রবীণ কুমার

Date:

রাজস্থানে প্রবীণ কুমারের বাড়ির সামনে জঞ্জাল ফেলে দিয়ে গেল স্থানীয়রা। শান্ত-শিষ্ট-নিরীহ ছেলে এখন নিজের গ্রামেই ‘ভিলেন’। এতদিনে প্রবীণ কুমার লক্সকর এই নামটার সঙ্গে পরিচয় হয়ে গিয়েছে দেশবাসীর। এখন কার্যত যে কারণে উত্তাল গোটা দেশ তা হল উত্তপ্রদেশের হাথরাসে ১৯ বছর বয়সী এক দলিত তরুণীকে গণধর্ষণ। শুধু তাই নয় তাঁকে নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে। ১৫ দিনের কঠিন লড়াইয়ের পর তাঁকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে। তারপর পরিবারের অভিযোগ, তাঁদের মেয়ের মৃত্যুর পর শেষ দেখাটুকুও দেখতে পাননি তাঁরা। উপরন্তু তাঁদের মেয়েকে সেখানকার পুলিশ প্রশাসন দেহটি গমের ক্ষেতে নিয়ে গিয়ে স্যানিটাইজার-কেরোসিন সহ গাছের ডালপালা দিয়ে পুড়িয়ে দেয়।

ঠিক সেই সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে জেলা শাসক প্রবীণ কুমার লক্সকর একেবারে ‘ভিলেন’ সেজে নির্যাতিতার পরিবারকে ঠান্ডা গলায় বলেছেন, ‘‘অর্ধেক মিডিয়া চলে গিয়েছে। বাকি অর্ধেক কাল চলে যাবে। শুধু আমরাই থাকব। বয়ান বদলাবেন কি না সেটা আপনাদের ব্যাপার।’’

নির্যাতিতার পরিবারের প্রতি এই বাক্যগুলির ‘জন্মদাতা’ প্রবীণ কুমার লক্সকর রাজস্থানের জয়পুরের আদি বাসিন্দা। উত্তরপ্রদেশের বিভিন্ন জেলা ঘুরে ২০১৯ সালে তিনি হাথরাসের জেলাশাসকের দায়িত্ব পান। ২০০২-এ স্নাতক। ইতিহাসে স্নাতকোত্তর। তারপর ২০০৫ থেকে শিক্ষকতা করেছেন প্রবীণ। রাজসমন্দ জেলায় শিক্ষকতা করার সময়ই আইএএস পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন। দূরশিক্ষায় হিন্দিতে স্নাতকোত্তরও করেন। আইএএস হওয়ার সর্বভারতীয় পরীক্ষায় দেশের মধ্যে ১১৬ র‍্যাঙ্ক করেছিলেন তিনি। আইএএস পাশ করার আগেই বিয়ে সেরেছিলেন প্রবীণ। এক সন্তানের পিতা প্রবীণ ২০১২ সালের ব্যাচের আইএএস অফিসার হিসাবে কাজে যোগ দেন। ২০১৩-তে রায়বরেলীতে তাঁর প্রশিক্ষণ শুরু হয়। প্রথম পোস্টিং ২০১৪-র অগাস্টে উত্তরপ্রদেশের আলিগড়ে। সেখানে যুগ্ম ম্যাজিস্ট্রেট হিসাবে কাজ শুরু করেন। ২০১৬ পর্যন্ত সেই পদেই ছিলেন। ২০১৬-র এপ্রিলে হন ললিতপুরের চিফ ডেভেলপমেন্ট অফিসার হিসেবে দু’বছর কাজ করেন। এরপর লখনউয়ে বদলি হয় তাঁর। পঞ্চায়েত রাজের বিশেষ সচিব হিসেবে এক বছর কাজ করার পরেই ২০১৯-এর মার্চ মাসে হাথরাসের জেলাশাসক হিসেবে নিযুক্ত হন তিনি।

জেলাশাসক হওয়ার দেড় বছরের মাথাতেই তাঁর ভূমিকা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন।

আরও পড়ুন-অবশেষে চাপের কাছে নতিস্বীকার, হাথরাসকাণ্ডে CBI তদন্তের নির্দেশ যোগীর

Related articles

মানব পাচার মামলায় কলকাতায় তল্লাশি অভিযান ইডির

শুক্রবার সকালে মহানগরীতে ইডি (ED raid in Kolkata) অভিযান। দশ বছর আগের পুরনো এক মানব পাচার মামলায় এদিন...

জোর ধাক্কা কেন্দ্রের, ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে হলফনামা তলব হাইকোর্টের

আদালতে জোর ধাক্কা কেন্দ্রের বিজেপি সরকারের। দীর্ঘদিন ধরে বাংলার বকেয়া আটকে রেখে যে প্রতিহিংসামূলক রাজনীতি করে চলেছে মোদি-...

“জন-গণ-মন” নিয়ে রবি ঠাকুরকে অপমান বিজেপি সাংসদের! ক্ষমা চাওয়ার দাবি কুণালদের

রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান কর্নাটকের বিজেপি (BJP) সাংসদ বিশ্বেশ্বর কাগেরির। এ প্রসঙ্গে বিজেপিকে ধুয়ে দিল তৃণমূল (TMC)। বিজেপি সাংসদের...

পয়লা ডিসেম্বর থেকে ফের শুরু সেবাশ্রয়: সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন স্বয়ং অভিষেক

শুক্রবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিন উপলক্ষে ঘাসফুলের কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।...
Exit mobile version