হাথরাস : মুখ্যমন্ত্রীর মিছিল, প্রতিবাদে সামিল বাম ছাত্র-যুব ও কংগ্রেস

হাথরাস নিয়ে প্রতিবাদে উত্তাল হবে আজ মহানগরী। বিকেল চারটেতে বিড়লা তারামণ্ডল থেকে তৃণমূল কংগ্রেসের মিছিলে পা মেলাবেন মুখ্যমন্ত্রী। তারপর গান্ধী মূর্তির পাদদেশে মুখ্যমন্ত্রী রাখবেন সংক্ষিপ্ত বক্তব্য।

অন্যদিকে মৌলালি থেকে হাথরাসের নৃশংস ঘটনার প্রতিবাদে যৌথ মিছিল বাম ছাত্র যুব ও কংগ্রেসের। থাকবেন ছাত্র-যুব নেতৃত্ব। বিকেল চারটের পর শুরু হবে মিছিল। মিছিল শেষ হবে ধর্মতলায়। তারপর সেখানেই সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন নেতৃত্ব।

গতকাল তৃণমূল কংগ্রেসের চার সাংসদ হাথরাসে নির্যাতিতার বাড়িতে যাওয়ার পথে পুলিশের হাতে নিগৃহীত হন। ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে। তার আগের দিন একইভাবে হাথরাস যাওয়ার পথে রাহুল গান্ধীকে আটকাতে যমুনা এক্সপ্রেসওয়েতে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। তারই প্রতিবাদে পথে নামছে তৃণমূল কংগ্রেস। একইসঙ্গে বাম ছাত্র-যুব ও কংগ্রেস। রাজ্য জুড়ে এখন বিজেপি বিরোধী হাওয়া।

আরও পড়ুন : হাথরাসকাণ্ডের প্রতিবাদে শনিবার শহরের বুকে মমতার বিশাল প্রতিবাদ মিছিল